৩০ স্থানের নাম পরিবর্তনে চীনের উদ্যোগ, ভারতের প্রত্যাখ্যান
৩ এপ্রিল ২০২৪হিমালয় অঞ্চলে অবস্থিত অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য অংশ' বলে জানিয়েছে ভারত৷ আর চীন মনে করে, অরুণাচল প্রদেশ, যাকে তারা ঝাংনান নামে ডাকে, দক্ষিণ তিব্বতের অংশ৷
অরুণাচলের ৩০ স্থানের নাম পরিবর্তনে চীনা উদ্যোগের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জেইসওয়াল মঙ্গলবার বলেন, ‘‘উদ্ভাবিত নাম রাখায় অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে, সেই বাস্তবতাকে পরিবর্তন করা যাবে না৷''
এর আগে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সাংবাদিকদের বলেন, ‘নাম পরিবর্তনে কিছু হবে না'৷ তিনি বলেন, ‘‘আমি যদি আপনার বাড়ির নাম বদলে ফেলি, তাহলে কি সেটা আমার বাড়ি হয়ে গেল?''
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতমাসে কয়েকটি অবকাঠামো প্রকল্প উদ্বোধন করতে অরুণাচল প্রদেশ সফর করেন৷ এরপর চীন মোদীর ঐ অঞ্চল সফরের বিরোধিতা করেছিল৷ তবে ভারত এই বিবৃতিকে ‘ভিত্তিহীন' বলেছিল৷
যুক্তরাষ্ট্র এই বিষয়ে তাদের মতামত জানিয়ে বলেছে, অরুণাচল প্রদেশকে ভারতের অঞ্চল মনে করে তারা৷ এছাড়া সামরিক বা বেসামরিক ‘অনুপ্রবেশ বা দখল' দ্বারা ঐ অঞ্চলের উপর অধিকার দাবি করার যে-কোনো একতরফা প্রচেষ্টার ‘ঘোর বিরোধিতা'ও করেছে যুক্তরাষ্ট্র৷
তবে চীন বলেছে, এই বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই৷
ভারত ও চীনের মধ্যে প্রায় তিন হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার অনেক অংশ ভালোভাবে চিহ্নিত করা নেই৷ এই সীমান্ত নিয়ে ১৯৬২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে৷
এছাড়া ২০২২ সালের ডিসেম্বরে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘাত হয়েছিল৷ এতে ভারতের ২০ ও চীনের চার সেনা নিহত হয়েছিলেন৷ পরে সামরিক ও কূটনীতিক পর্যায়ে কয়েকদফা আলোচনার পর পরিস্থিতি শীতল হয়৷ এছাড়া দুই পক্ষই সীমান্ত এলাকা আরও সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে৷
২০২০ সালের ছবিঘর
জেডএইচ/এসিবি (রয়টার্স)