১৪ বছর বয়সে ৩৫ বলে শতরানের বিশ্বরেকর্ড, আলোড়ন ফেলে দিলো বৈভব
বৈভব সূর্যবংশীর বয়স মাত্র ১৪ বছর। আইপিএলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ড করলো বৈভব।
মাত্র ৩৫ বলে শতরান
বিহারের ছেলে বৈভব এর আগে আইপিএলে তার ক্রিকেটজীবন শুরু করেছিলেন ছয় মেরে। সোমবার রাতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে শতরান করে রেকর্ড করলেন বৈভব। ১৪ বছর বয়সী এই ক্রিকেটার ১১টি ছয় মেরেছেন। মাঠের চারিদিকে শট মেরেছেন। রশিদ খানকে ছয় মেরে তিনি শতরান করেন।
কোনো বোলারকে রেয়াত করেননি
১০১ রানের ইনিংসে সাতটা চার ও ১১টা ছয় মেরেছেন বৈভব। মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ, রশিদ খানের মতো বোলারদের অবলীলায় মাঠের বাইরে পাঠিয়েছেন। বৈভবের ব্যাটিং দেখে মনে হয়েছে, ভয় কাকে বলে তা তিনি জানেন না। তিনি জানেন, ব্যাট দিয়ে বলকে শাসন করতে। উল্টো দিকে কে বল করলো তা তিনি দেখেন না। ম্যাচের পর বৈভব বললেন, তিনি শুধু বল দেখে খেলেন।
বৈভবের ব্যাটে ভর দিয়ে
রাজস্থান রয়্যালস এবার খুব বেশি ম্যাচ জিততে পারেনি। এদিনও গুজরাট ২০৯ রান করে। কিন্তু বৈভবের তাণ্ডবে কার্যত উড়ে যায় গুজরাট। এত কম বয়সে এরকম একটা ইনিংস খেলা মুখের কথা নয়। তাই তাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় প্রবল আলোড়ন শুরু হয়েছে। সতীর্থরা তো বটেই, গুজরাটের ক্রিকেটাররাও তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তৈরি করেছেন রাহুল দ্রাবিড়
১৪ বছরের ছেলেকে এক কোটি টাকা দিয়ে রাজস্থান দলে নেয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। রাজস্থানের কোচ দ্রাবিড় তাকে আইপিএলের মতো বড় মঞ্চের জন্য তৈরি করেছেন। রাহুল বলেছেন, ''বৈভব দুর্দান্ত প্রতিভা। বৈভবকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ করে দেয়া হয়েছে।'' শতরান করার পর পায়ে চোট পাওয়া দ্রাবিড় একগাল হেসে আসন থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন। বোঝা যাচ্ছিল ছাত্রের সাফল্যে তিনি কতটা খুশি।
মুগ্ধ রোহিত শর্মা
রোহিত শর্মা সামাজিক মাধ্যমে বৈভবের ছবি পোস্ট করে বলেছেন, ''জাত চিনিয়ে দিয়েছেন বৈভব রঘুবংশী।'' সাবেক ক্রিকেটার কে শ্রীকান্ত বলেছেন, ''১৪ বছর বয়সে বাচ্চারা স্বপ্ন দেখে এবং আইসক্রিম খায়। সেখানে বৈভব অসাধারণ শতরান করলো। এই বয়সে এরকম অসাধারণ ও ভয়ডরহীন ক্রিকেটার ভাবা যায় না। ভারতের ভবিষ্যৎ সুপারস্টার এসে গেছে।''
মহম্মদ শামি যা বললেন
ভারতের অন্যতম সেরা পেস বোলার মহম্মদ শামি বলেছেন, ''বৈভব হলেন অসাধারণ প্রতিভাধর ক্রিকেটার। ১৪ বছর বয়সে এরকম শতরান অসম্ভব ব্যাপার। এভাবেই উজ্জ্বল থাক ব্রাদার।'' সাবেক ক্রিকেটার যুবরাজ সিং বলেছেন, ''১৪ বছর বয়সে কী করে এই খেলা খেললো! বিশ্বের সেরা বোলারদের এভাবে পেটালো। পরবর্তী প্রজন্মকে এরকম খেলতে দেখে গর্বিত।''
অন্য দলের শুভেচ্ছা
কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সহ আইপিএলের অন্য দলগুলি বৈভবকে অভিনন্দন জানিয়েছে। কলবকাতা নাইট রাইডার্স বলেছে, ''কী অসাধারণ প্রতিভা।'' বেঙ্গালুরু বলেছে, ''বৈভব ক্রিকেটের বড় মঞ্চে তার আবির্ভাব ঘোষণা করলো।'' ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব বলেছেন, ''কী খেলাটাই না খেললো। পাগল হয়ে গেছি।'