হোটেলের কাছে গোলা পড়লো, থরথর করে কাঁপলো বাড়ি
১০ মে ২০২৫রাজৌরিতে তখন ভোর পৌনে পাঁচটা। ভয়ংকর শব্দে গোলা এসে পড়লো হোটেলের একেবারে কাছে। পুরো বাড়িটা থরথর করে কাঁপছে। ভয়াবহ শব্দ করে পরপর গোলা এসে পড়তে শুরু করলো আশপাশে। তখন আশপাশের বাড়ি থেকে যে যেমনভাবে পারছেন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। চাদ থেকে গোলা পড়ার দৃশ্য দেখার পর আমাদেরও চলে যেতে হলো হোটেলের বেসমেন্টে।
রাজৌরিতে গোলাগুলি ও ড্রোন হামলা চলছে শুক্রবার রাত থেকে। সাড়ে আটটার পর চোখের সামনে দেখলাম একের পর এক ড্রোন উড়ে আসছে, আর এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে ধ্বংস করছে। তারপর শুরু হলো গোলাগুলির লড়াই। তবে সেই গোলাগুলির শব্দ আসছিল দূর থেকে। দেড়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত সব চুপচাপ ছিল।
পৌনে পাঁচটা থেকে শুরু হলো হোটেলের কাছে গোলা পড়া। আটটা নাগাদ শেলিং বন্ধ হলো। তারপর দেখলাম, দ্রুত ব্যাগ গুছিয়ে সকলে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন। হোটেলের রান্নার কর্মীরা সবাই চলে গেলেন। হোটেলের যে কর্মী সকালে ছাদের উপরে উঠে আমাদের সঙ্গে গোলাবর্ষণের দৃশ্য দেখছিলেন, তিনিও ব্যাগ গুছিয়ে চলে গেলেন। যাওয়ার আগে হোটেল মালিককে বলে গেলেন, নিজের প্রাণ বাঁচানোটা আগে দরকার। হোটেলে একা মালিক থেকে গেলেন।
প্রশাসন, স্থানীয় মানুষ আমাদের বারবার অনুরোধ করলেন এই এলাকা ছেড়ে চলে যাওার জন্য। আমরাও নিরাপত্তার স্বার্থে একটু দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গাড়ি যখন চলছে, তখন দেখি বাস, গাড়ি, টেম্পো ট্র্যাভেলার এসে দাঁড়াচ্ছে। মানুষ ভর্তি করে চলে যাচ্ছে। অনেকে পায়ে হেঁটেই চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। রাজৌরিতে থাকতে সাহস করছেন না সাধারণ মানুষ। এমন অভিজ্ঞতা তাদের আগে কখনো হয়নি।