হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের লাগাতার বোমাবর্ষণ
ডনাল্ড ট্রাম্প ইরানকেও হুমকি দিয়েছেন। তার বক্তব্য, হুতি বিদ্রোহীরা মার্কিন জাহাজে আক্রমণ না থামালে ইয়েমেনে বোমাবর্ষণ চলবে।
লাগাতার আক্রমণ
রাতভর ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে অ্যামেরিকা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হুতিরা একের পর এক আন্তর্জাতিক মালবাহী জাহাজে আক্রমণ চালাচ্ছে। তারই জবাবে এই আক্রমণ।
ডনাল্ড ট্রাম্পের বক্তব্য
সমাজ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লিখেছেন, 'সমস্ত হুতি সন্ত্রাসবাদীদের জানাচ্ছি, তোমাদের সময় শেষ। এই মুহূর্তে আক্রমণ বন্ধ করো। নইলে তোমাদের জীবন নরক বানিয়ে দেওয়া হবে।'
হুতিদের জবাব
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যে মুহূর্তে হুতিরা জাহাজে আক্রমণ বন্ধ করবে, সেই মুহূর্তে অ্যামেরিকাও আক্রমণ বন্ধ করবে। কিন্তু হুতিরা জানিয়ে দিয়েছে, আপাতত আক্রমণ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং তা আরো তীব্র হবে।
শিশু ও নারীর মৃত্যু
হুতি বিদ্রোহীদের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে তাদের এলাকায় অ্যামেরিকা যে আক্রমণ শুরু করেছে, তাতে এখনো পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কিছু নারী ও শিশু আছে। আহতের সংখ্যা ১০১।
হুতি নেতার বক্তব্য
হুতি নেতা আবদুল মালিক আল-হুতি জানিয়েছেন, লোহিত সাগরে তারা মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন আক্রমণ চালিয়ে যাবেন। আগে অ্যামেরিকাকে তাদের উপর আক্রমণ বন্ধ করতে হবে।
হুতিদের দাবি
হুতি বিদ্রোহীরা জানিয়েছেন, অ্যামেরিকার যুদ্ধ জাহাজ ইএসএস হ্যারি এস ট্রম্যানে তারা ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। যার ফলে জাহাজটির যথেষ্ট ক্ষতি হয়েছে। যদিও অ্যামেরিকা এবিষয়ে কোনো তথ্য দেয়নি।
অ্যামেরিকার বক্তব্য
অ্যামেরিকা জানিয়েছে, তাদের এফ-১৬ এবং এফ-১৮ যুদ্ধবিমান অন্তত ১১টি হুতি ড্রোন ধ্বংস করেছে। মার্কিন সেনারা হুতি মিসাইলও ধ্বংস করেছে বলে জানানো হয়েছে।
জাতিসংঘের বক্তব্য
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস দুইপক্ষকেই আক্রমণ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। অন্যদিকে ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন। তার বক্তব্য, ইরান হুতিদের মদত দিচ্ছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)