হাইতির ভূমিকম্প-দুর্গত তরুণদের জন্য ব্যাডমিন্টন ব়্যাকেট
১৫ মার্চ ২০১০
শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুইয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলা৷ আর তাই হাইতির ভূমিকম্প-দুর্গত তরুণ প্রজন্মকে মারাত্মক মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে সাহায্য করতে দেশটিতে পাঠানো হচ্ছে ১,০০০ ব্যাডমিন্টন ব়্যাকেট৷