হাইতির ভূমিকম্প: কিছু ইতিবাচক খবর
১৭ জানুয়ারি ২০১০ভয়াবহ ভূমিকম্পের চারদিন পর ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উঠে এলেন ২৯ বছর বয়সি এক নারী৷ শনিবার হাইতির স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় তাঁকে উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন উদ্ধারকারী দল৷ ধসে পড়া একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলার ধ্বংসস্তুপের মাঝখানে চাপা পড়েছিলেন তিনি৷ তাঁর আশপাশেই আরো আটটি মৃতদেহ পড়ে থাকলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন সেইন্ট হেলেন জ্যাঁ-লুই নামের এই নারী৷
ধ্বংস হওয়া বিদ্যালয় থেকে শিশু উদ্ধার
এদিকে, ব্রিটিশ উদ্ধারকারী দল শিশুদের একটি বিদ্যালয়ের ধ্বংসাবশেষ সরিয়ে দুই বছরের একটি শিশুকে উদ্ধার করেছে৷ বিধ্বস্ত বিদ্যালয় ভবনের নিচে তিন দিন চাপা পড়ে থাকার পরও সৌভাগ্যক্রমে বেঁচে গেছে এই শিশু৷ এছাড়া, পোর্তো প্রঁসের মন্টানা হোটেলের ধ্বংসাবশেষের নিচ থেকে ফরাসি ভাষায় আরেক জন নারীর কণ্ঠ শোনা গেছে৷ তাঁকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা৷ একই স্থানে আরো দুই ব্যক্তি জীবিত রয়েছে বলে মনে করছে উদ্ধারকর্মীরা৷ পোর্তো প্রঁসের টেলিকম ভবন এবং বাণিজ্য ভবনসহ আরো বেশ কিছু জায়গায় ধ্বংসাবশেষ সরিয়ে শেষ মুহূর্তে প্রাণ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন বিদেশি উদ্ধারকর্মীর দল৷ তাঁদেরকে কাজ করতে হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে৷ আবার অতি সূক্ষ্মভাবে ইঞ্চি ইঞ্চি পরিমাণ আস্তরণ সরিয়ে বের করতে হচ্ছে সৌভাগ্যবান মানব সন্তানদের৷
হাইতির মানুষের জন্য ক্যানাডার অভিবাসন সহজতর হলো
ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া হাইতির নাগরিকদের পরিবারসহ অভিবাসনের সুযোগ সহজতর করবে ক্যানাডা৷ হাইতির স্বজনহারা মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে শনিবার এই ঘোষণা দিলেন ক্যানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী জ্যাসন কেনেডি৷ তিনি বলেন, সেখান থেকে নতুন অভিবাসীদের স্বাগত জানানোসহ বহুবিধ পন্থায় হাইতির জনগণকে সহযোগিতা করবে ক্যানাডা৷ সরকারি হিসাবে, ক্যানাডায় বর্তমানে এক লাখেরও বেশি হাইতির অভিবাসী রয়েছে৷
হাইতিতে ভূমিকম্পে ক্যানাডার কমপক্ষে ছয় জন নাগরিক প্রাণ হারিয়েছে৷ ক্যানাডার সরকার এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ ডলার সহায়তা পাঠিয়েছে পোর্তো প্রঁসে৷ এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রও ঘোষণা দিয়েছে যে, সেখানে অবৈধভাবে বসবাসকারী হাইতির নাগরিকদের আর আমেরিকা ছাড়তে হবে না৷ বরং তাদের জন্য অভিবাসন সুযোগ সহজতর করবে ওয়াশিংটন৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়