হলিউড মুভির বলিউড রিমেক
হলিউডের ব্যবসা-সফল কিছু ছবির রিমেক করেছেন বলিউডের পরিচালকরা৷ কখনও মেধাস্বত্ত্ব কিনে নিয়ে রিমেক হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নকল করা হয়েছে৷
ফরেস্ট গাম্প
একটি মুভি কোথাও ব্যবসা-সফল হলে অন্য দেশে ঐ মুভির মেধাস্বত্ত্ব কিনে নিয়ে রিমেক করার চল সব জায়গায় আছে৷ যেমন জার্মানি ফ্রান্সের মুভির কাহিনি নিয়ে মুভি বানায়৷ হলিউডও অনেক দেশের মুভি রিমেক করে৷ তবে বলিউডের অনেক পরিচালক মেধাস্বত্ত্ব না কিনে নকল করে মুভি বানিয়ে থাকেন৷ যদিও টম হ্যাংকস অভিনীত হলিউডের ব্যবসা-সফল ছবি ‘ফরেস্ট গাম্প’ এর বলিউড রিমেকের ক্ষেত্রে নকলের ঘটনা ঘটেনি৷
লাল সিং চাড্ডা
আমির খান ও কারিনা কাপুর অভিনীত ছবিটি ফরেস্ট গাম্পের বলিউডি রিমেক৷ বানিয়েছে ‘ভায়াকম ১৮ স্টুডিওস’, যেটি মার্কিন কোম্পানি প্যারামাউন্ট পিকচার্সের অংশ৷ ফরেস্ট গাম্পের মেধাস্বত্ত্বের মালিক হচ্ছে প্যারামাউন্ট৷
ডার্টি ড্যান্সিং
১৯৮৭ সালে মুক্তি পাওয়া মুভিটি অ্যামেরিকায় ব্যবসা-সফল হয়েছিল৷ কম বাজেট ও অল্পপরিচিত কলাকুশলীদের দিয়ে বানানো ছবিটির সফলতা সবাইকে অবাক করেছিল৷ হিন্দি পরিচালক পূজা ভাট ২০০৬ সালে ‘হলিডে’ নামে একটি মুভি বানিয়েছিলেন৷ কিন্তু সেটি ডার্টি ড্যান্সিংয়ের মতো সফলতা পায়নি৷
মিসেস ডাউটফায়ার
তালাকপ্রাপ্ত এক ব্যক্তি তার সন্তানদের কাছে থাকতে নারী সেজে তার সাবেক স্ত্রীর বাড়িতে হাউসকিপার হিসেবে কাজ করার কাহিনি নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে৷ রবিন উইলিয়ামস অভিনীত ছবিটি ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল৷
চাচি ৪২০
১৯৯৭ সালে বলিউডে মিসেস ডাউটফায়ারের রিমেক মুক্তি পায়৷ নাম ‘চাচি ৪২০’৷ মুভিতে অভিনয় ও এটি পরিচালনা করেন কমল হাসান৷ এটি ব্যবসা-সফল হয়েছিল৷ অবশ্য বলিউডে চাচি ৪২০ মুক্তি পাওয়ার বছরখানেক আগে তামিল ভাষায় মিসেস ডাউটফায়ারের রিমেক ‘অভয় শেনমুগি’ মুক্তি পেয়েছিল৷ সেখানেও অভিনয় করেছিলেন কমল হাসান৷
কাঁটে
একদল অপরাধীর ব্যাংক ডাকাতিতে ব্যর্থ হওয়ার কাহিনি নিয়ে ‘রেজারভোয়ার ডগস’ মুভিটি বানিয়েছিলেন মার্কিন পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো৷ ১৯৯২ সালে মুক্তি পাওয়া এই মুভি কপি করে ২০০২ সালে বলিউডে ‘কাঁটে’ মুভি বানানো হয়৷ অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত ও সুনীল শেঠী এতে অভিনয় করেছিলেন৷
রেজারভোয়ার ডগস
হার্ভি কাইটেল, স্টিভ বুসেমি, টিম রথ এই মুভিতে অভিনয় করেছেন৷ নিজের বানানো ছবি কপি করে বলিউডে তৈরি মুভি দেখে মুগ্ধ হয়েছিলেন কোয়েন্টিন ট্যারেন্টিনো৷ তিনি বলেছিলেন, মুভিতে যেভাবে চরিত্রগুলো এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা তার ভালো লেগেছে৷ আর ভারতীয়দের মার্কিন ব্যাংক ডাকাতি করার বিষয়টিও তার ভালো লেগেছে৷
হারি পুত্তার
শুনতে হ্যারি পটারের মতো মনে হচ্ছে? আর পোস্টারে যে প্রাসাদটি দেখা যাচ্ছে সেটি দেখতে কি অনেকটা হগওয়াটস জাদুর স্কুলের মতো মনে হচ্ছে? মার্কিন ফিল্ম স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সের কাছে অন্তত তাই মনে হয়েছিল৷ সে কারণে তারা মামলাও করেছিল৷ কিন্তু তাতে হেরে যায়৷ কারণ হারি পুত্তার হ্যারি পটারের রিমেক নয়৷ বরং...
হোম অ্যালোন
বরং এই মুভির আদলে তৈরি হয়েছে হারি পুত্তর৷ বাবা-মা ছুটিতে চলে গিয়ে ভুলে বাসায় একা হয়ে যাওয়া এক শিশুর দুই খারাপ লোকের সঙ্গে লড়াইয়ের কমেডি মুভিটি অনেকে নিশ্চয় দেখেছেন৷ ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল হোম অ্যালোন৷ আর হারি পুত্তার মুক্তি পায় ২০০৮ সালে৷
দ্য গডফাদার
১৯৭২ সালে মার্লোন ব্রান্ডো অভিনীত দ্য গডফাদার মুক্তি পায়৷ এরপর কয়েকটি সেক্যুয়েল ও রিমেকও হয়৷ বলিউডেও প্রায় তিন দশক পর এর রিমেক তৈরি হয়েছে৷
সরকার
দ্য গডফাদার-এর বলিউডি রিমেক ‘সরকার’৷ অমিতাভ বচ্চন এতে গডফাদার চরিত্রে অভিনয় করেন৷ ২০০৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিষেক বচ্চন ও কাটরিনা কাইফও অভিনয় করেছেন৷
টরস্টেন লান্ডসব্যার্গ, মানসী গোপালাকৃষ্ণান/জেডএইচ