সোমালিয়ায় দুর্ভিক্ষ পরিস্থিতি
এখনই ব্যবস্থা না নিলে ৭০ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যেতে পারে বলে আশঙ্কা।
রেডক্রসের লালবার্তা
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি), ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) যৌথভাবে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই সোমালিয়া এবং হর্ন অফ আফ্রিকার ভয়াবহ পরিস্থিতির কথা বলা হয়েছে।
সাত মিলিয়ন মানুষ
রিপোর্টে বলা হয়েছে, এখনই ব্যবস্থা না নিলে অচিরেই সাত মিলিয়ন বা ৭০ লাখ মানুষ না খেতে পেয়ে মৃত্যুবরণ করবে। ভয়াবহ দুর্ভিক্ষের ছবি দেখবে গোটা বিশ্ব।
বাস্তব পরিস্থিতি
সোমালিয়ায় ২০২২ সালের গোড়ায় দুর্ভিক্ষের শিকার ছিলেন চার দশমিক এক শতাংশ মানুষ। বর্তমানে তা সাত দশমিক এক মিলিয়নে পৌঁছে গেছে। সামান্য খাবারটুকুও তাদের কাছে পৌঁছাচ্ছে না।
হর্ন অফ আফ্রিকা
হর্ন অফ আফ্রিকার অবস্থা আরো ভয়াবহ। সেখানে ২২ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের আশঙ্কায় দিন কাটাচ্ছে।
বৃষ্টি নেই
তিনটি বৃষ্টির মরসুমে বর্ষা হয়নি হর্ন অফ আফ্রিকা এবং সোমালিয়ায়। ফলে সামান্য ফসলও হয়নি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে তাদের কাছে খাদ্যশস্য পৌঁছায়নি। ফলে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বসবাস করছেন তারা।
অপেক্ষা করলে চলবে না
আইএফআরসি-র প্রেসিডেন্ট ফ্রানসেসকো রোকা সাংবাদিক বৈঠকে বলেছেন, এই অঞ্চলগুলির জন্য প্রায় কোনো ব্যবস্থাই করা হয়নি। এমন চলতে থাকলে ২০২৩ সালের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। যা আর সামলানো যাবে না।
দেরি হয়ে গেছে
আইসিআরসি-র বিদায়ী প্রেসিডেন্ট পিটার মউরের বলেছেন, দেরি হয়ে গেছে। এখনই ওই অঞ্চলে ব্যবস্থা নিতে হবে। ন্যূনতম খাবার তাদের কাছে পৌঁছে দিতে হবে। নইলে ভয়াবহ ঘটনা ঘটবে।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)