সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান, শ্রীলঙ্কা-ওয়েস্টইন্ডিজ
১৭ জুন ২০০৯আসরের সেরা আট দলের সেরা চার হওয়ায় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান আর শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ৷ স্বাভাবিক নিয়মেই ক্রিকেট দুনিয়ায় এখন চলছে ফাইনালে কারা খেলবে, কে চ্যাম্পিয়ন হবে এসব হিসেবের চুলচেরা বিশ্লেষণ৷
মঙ্গলবার নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কা (৪৮ রানে) আর ভারতকে দক্ষিণ আফ্রিকা (১২ রানে) হারানোয় আসর শুরুর আগের হিসেবে অন্যতম ফেভা রিটদের বিদায়ের শেষ দৃশ্যের চিত্রায়ণও হয়ে গেছে৷ সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের কাছে হারায় ভারত অবশ্য আগেই দেশে ফেরার টিকিট পেয়েছিল৷ শেষ ম্যাচে শুধু পরাজয়ের হ্যাটট্রিকই হয়েছে আর তাতে তাদের বিদায়টা হয়েছে আরো লজ্জাজনক! তবে মহেন্দ্র সিং ধোনির দল সান্ত্বনাসূচক জয়টা পেলে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হতো৷ তা হয়নি৷ওদিকে শেষ ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের বিদায়টাও একটু গৌরবময় হতো৷ তা পারেননি বলেই ড্যানিয়েল ভেট্টোরি এখন দলের ভরাডুবির কারণ খোঁজায় ব্যস্ত৷
সেমি ফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে যাওয়ায় সবার মনে এখন শেষ তিন ম্যাচে কী হতে চলেছে তাই নিয়ে দুর্নিবার কৌতূহল৷ ফাইনালে ওঠার দৌড়ে কাগজে-কলমে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কা খানিকটা এগিয়ে৷ টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ না হারা দক্ষিণ আফ্রিকা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে ভারসাম্যের প্রমাণ রেখেই চলেছে৷ তাই বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম সেমি ফাইনালে গ্রায়েম স্মিথের দলকে ফেভারিট ভাবা একেবারেই অস্বাভাবিক নয়৷ শুক্রবারের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ শ্রীলঙ্কাও এ আসরে কোনো ম্যাচ হারেনি৷ অপরাজিত থাকার আরেকটা মানে, পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখানোর ঈর্ষণীয় যোগ্যতা৷ তাই বলে স্রেফ এই যোগ্যতার সার্টিফিকেট নিয়েই কি চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়া যায় ? মাঠে কোনদিন কারা নিজেদের সেরাটা বের করে আনতে পারে সেটাই তো আসল, তাই না? তা না হলে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডকে কি আগেভাগেই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের দর্শক হতে হতো ?
প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক