বিজ্ঞাপন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস ডিডাব্লিউকে বলেন, "একটা কংক্রিটের তৈরি স্টেশন সাধারণভাবে ১০০ বছর টেকার কথা। ১৫ বছরের মধ্যে যদি সেটা বাতিল করতে হয়, তাহলে নির্মাণের মান নিয়ে প্রথম প্রশ্ন তৈরি হয়। এই জায়গাটা আগে জলাভূমি ছিল। ওই জলাজমির মাটির ধারণক্ষমতা কম। সেখানে যে ধরনের ভিতের ব্যবহার করা উচিত প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে, সেই ধরনের ভিত তৈরি করা হয়নি। ফলে অগভীর ভিতের উপরে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম বসতে শুরু করেছে। এর দায় রেল মন্ত্রককে নিতে হবে। তদানীন্তন সময়ে রেলের সুরক্ষাবিধির দায়িত্বে যারা ছিলেন, তাদের নিতে হবে।"