সুপ্রিম কোর্টের রায়ে কী বলছে কাশ্মীর?
৩৭০ ধারা বাতিল বৈধ, বলেছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে কাশ্মীরী নেতারা ইতিমধ্যেই নানা মন্তব্য করেছেন। দেখে নেব এক নজরে।
ফৈজের কবিতা ওমর আবদুল্লাহ-র কলমে
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ফারুক আবদুল্লাহের ছেলে ওমর আবদুল্লাহ পরপর দুইটি বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়া এক্স-এ। তিনি লিখেছেন, 'হতাশ কিন্তু নিরুৎসাহিত হইনি। লড়াই জারি থাকবে। বিজেপি-র এখানে পৌঁছাতে বহু সময় লাগছে। পাল্টা প্রস্তুতি আমরাও নিচ্ছি।' এরপরেই আরেকটি বিবৃতিতে ফৈজ আহমেদ ফৈজের একটি কবিতা পোস্ট করেন তিনি।
মেহবুবা মুফতির হতাশা
কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পিপল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মুফতি জানিয়েছেন, ''জম্মু-কাশ্মীরের মানুষ আশা ছাড়বেন না। মর্যাদার লড়াই চলতে থাকবে। রাস্তা এখানেই শেষ হচ্ছে না।''
ওমর এবং মুফতির অভিযোগ
দুই সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি সোমবার বিকেলে বন্ধ ছিল। বাইরে বিপুল পরিমাণ ফোর্স দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার দুই নেতাই অভিযোগ করেছিলেন, প্রশাসন তাদের গৃহবন্দি করেছিল।
গুলাম নবি আজাদের মন্তব্য
একসময় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা এবং বর্তমানে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির চেয়ারম্যান গুলাম নবি আজাদ। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। সোমবারের রায়কে দুঃখজনক এবং হতাশাজনক বলে ব্যাখ্যা করেছেন তিনি। কাশ্মীরের মানুষ এই রায়ের সন্তুষ্ট নন বলে স্পষ্ট জানিয়েছেন আজাদ।
নরেন্দ্র মোদী বললেন 'ঐতিহাসিক'
স্বাভাবিকভাবেই আদালতের রায়ে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ নিজের হ্যান্ডেলে তিনি লিখেছেন, '২০১৯ সালে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, আদালত তাকেই বৈধতা দিল। এ এক ঐতিহাসিক রায়। জম্মু-কাশ্মীরের মানুষকে আমি আশ্বস্ত করছি, তাদের সমস্ত স্বপ্নের পাশে থাকবে আমাদের সরকার।'
অমিত শাহের পোস্ট
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, '৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের গরিব এবং অবহেলিত মানুষকে অধিকারের রাস্তা দেখিয়েছিলাম আমরা। কাশ্মীরে এখন আর পাথর ছোঁড়া হয় না। বিচ্ছিন্নতাবাদ আগের চেয়ে কমেছে। কাশ্মীরে মানুষ বেড়াতে যাচ্ছেন, সেখানে আনন্দের সংগীত বাজছে।' তার বক্তব্য, আদালতের রায়ে আবার প্রমাণিত হলো, কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। বস্তুত, এদিন জওহরলাল নেহরুর নীতিরও সমালোচনা করেছেন শাহ।
কংগ্রেসের অবস্থান
কংগ্রেস নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সাংবাদিক বৈঠক করে বলেছেন, ''সুপ্রিম কোর্টের রায়কে আমরা সম্মান জানাচ্ছি কিন্তু তার সঙ্গে সহমত হচ্ছি না। যে প্রক্রিয়ায় বিজেপির সরকার ৩৭০ বাতিল করেছিল, তা বৈধ বলে আমরা মনে করি না।''
হরি সিংয়ের ছেলের মন্তব্য
কাশ্মীর ভারতে অন্তর্ভুক্তির সময় সেখানকার রাজা ছিলেন হরি সিং। তার ছেলে করণ সিং কংগ্রেস নেতা। কংগ্রেস হাই কম্যান্ডের সঙ্গে তিনি সহমত নন। আদালতের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, কাশ্মীরের মানুষের এই রায় মেনে নেওয়া উচিত।
কাশ্মীরের পরিস্থিতি
সার্বিকভাবে কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত কোনো অশান্তির ঘটনা ঘটেনি। তবে কাশ্মীরের জনসাধারণের একাংশের বক্তব্য, আদালত রায় নিয়ে তারা ভাবিত নন। ফলে এনিয়ে আলাদা করে তাদের কোনো প্রতিক্রিয়া নেই।
পৃথক রাজ্য
আদালত জানিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাশ্মীরে নির্বাচন করতে হবে। এবং আলাদা রাজ্য তৈরি করতে হবে। এবিষয়েও সংবাদমাধ্যমের সামনে কাশ্মীরের মানুষ বিশেষ কথা বলতে চাইছেন না।