সিডিইউ/সিএসইউ-এর বিরুদ্ধে বার্লিনে বিশাল বিক্ষোভ
অভিবাসন বিল নিয়ে সিডিইউ/সিএসইউ অতি ডানপন্থি এএফডি-র সঙ্গে সহযোগিতা করায় বিশাল বিক্ষোভ জার্মানিতে।
বার্লিনে এক লাখ ৬০ হাজার মানুষের বিক্ষোভ
গত শুক্রবার সংসদে আরো কড়া অভিবাসন বিল নিয়ে রক্ষণশীল সিডিইউ/সিএসইউ ও অতি ডানপন্থি এএফডি সহযোগিতা করেছিল। তারপরই রোববার বার্লিনে দুই দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন লাখো মানুষ। পুলিশ জানিয়েছে, বার্লিনের বিক্ষোভে এক লাখ ৬০ হাজার মানুষ ছিলেন।
সিডিইউ-বিরোধী স্লোগান
বিক্ষোভকারীরা প্রথমে পার্লামেন্ট ভবনের কাছে সমবেত হন। তারপর তারা যান সিডিইউ সদরদপ্তরের কাছে। তারা স্লোগান দিতে থাকে 'শেম অন ইউ সিডিইউ'।
সিডিইউ নেতার বিরুদ্ধে অভিযোগ
বিক্ষোভকারীদের অভিযোগ, সিডিইউ নেতা ফ্রিডরিখ মেরৎস এএফডির সমর্থনে অভিবাসন-বিরোধীা বিল পাস করতে গেছিলেন। এটা 'শয়তানের সঙ্গে হাত মেলানোর মতো কাজ'।
সিডিইউ নেতার বক্তব্য
রোববার সিডিইউ নেতা মেরৎস বলেছেন, আমি খুব স্পষ্টভাবে ও জোরের সঙ্গে জানাতে চাই, ''আমরা কোনোভাবেই এএফডির সঙ্গে কোনোরকম সমঝোতা করব না। তাকে প্রশ্ন করা হয়, যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে আপনি কি এএফডির সমর্থন নেবেন? মেরৎস বলেন, না, নেব না। ''
সিডিইউ ছাড়লেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির রাজনৈতিক দলগুলির মধ্যে একটা মতৈক্য হয়., তারা কোনোভাবে অতি ডানপন্থিদের সঙ্গে হাত মেলাবে না। সেই অবস্থান থেকে সরে গেছেন মেরৎস। এর প্রতিবাদে দল ছেড়েছেন মাইকেল ফ্রিডম্যান। তিনি জার্মানিতে ইহুদিদের সেন্ট্রাল কাউন্সিলের সহ সভাপতি।
অনেক শহরে বিক্ষোভ
গত সপ্তাহান্তে কোলন-সহ জার্মানির বহু শহরে সিডিইউ/সিএসইউয়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ দেখান। উপরের ছবিটি কোলন শহরের।