সারাদেশে নিরাপত্তা জোরদার
১৩ এপ্রিল ২০০৯১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত সারা বাংলাদেশ৷ রাত পোহালেই শুরু হবে বর্ষবরণ৷ আর এই বর্ষবরণকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশের নিরপত্তা জোরদার করা হয়েছে৷ রমনা বটমূলে ভোরে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে৷ রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা দেখতে সোমবার সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের আইজি ও র্যাবের ডিজিসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা৷ স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন জানান, বর্ষবরণে যাতে কোন অনাকাংখিত ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷ নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা৷
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার জানান, রমনা বটমূল, টিএসসি, চারুকলা, শাহবাগ, সোহারোওয়ার্দী উদ্যান ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ বর্ষবরণের অনুষ্ঠান স্থলগুলোতে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে৷ ইতিমধ্যেই ওইসব এলাকায় চেকপোষ্ট বসান হয়েছে৷ তিনি সবাইকে এই তল্লাশিতে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন৷
নিরাপত্তা আর শৃংখলার কথা মাথায় রেখে রমনা বটমূল থেকে ষ্টল ও মেলা সরিয়ে দেয়া হয়েছে৷ একথা জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ৷ রাজধানীসহ সারাদেশে চলছে ব্যাপক তল্লাশি ও জঙ্গি বিরোধী অভিযান৷ রাজধানী থেকে ৪ আত্মঘাতীসহ ৮ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব৷ তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ৷ ২০০১ সালে রমনা বটমূলে জঙ্গি বোমা হামলায় ১১ জন নিহত হয়েছিলেন৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক