সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ
৪ জুন ২০১১সারা বছর ধরেই এবার শহরাঞ্চলে ওএমএসের চালের জন্য গরিব মানুষের লাইন দীর্ঘ হয়েছে৷ কারণ চালের দাম বাড়ায় গরিব মানুষের পক্ষে বাজার থেকে চাল কেনা দুরূহ৷ সরকারে এরকম আরো অনেক কর্মসূচি আছে শহর এবং গ্রামাঞ্চলে৷ এসব কর্মসূচির উদ্দেশ্য গরিব মানুষকে খাদ্য ও আর্থিক নিরাপত্তা দেয়া৷ সামাজিক নিরাপত্তা বাড়াতে গত বাজেটে বিভিন্ন প্রকল্পে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়৷ যা বাজেটের ১৪.৮ শতাংশ এবং জিডিপির ২.৫ শতাংশ৷ মূল্যস্ফীতি এবং সরকারের সক্ষমতা বিবেচনায় রেখেও এই বরাদ্দ এবার আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ৷
আর অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ মনে করেন, শুধু বরাদ্দ বাড়ালেই চলবেনা৷ যাদের জন্য এই বরাদ্দ, তারা যাতে তা পান সেটা নিশ্চিত করতে হবে৷ রাজনৈতিক বিবেচনায় এই বরাদ্দ ব্যবহার করলে এর সুফল পাওয়া যাবেনা৷ প্রকৃত গরিব মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরেই থেকে যাবে৷
আর সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, সামাজিক নিরাপত্তা বলয় বাড়াতে হলে সরকারের আয় বাড়াতে হবে৷ আর কমাতে হবে অপচয়৷ তাদের মতে খাদ্যশস্যসহ ভোগ্যপণ্যের দাম শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতেই বাড়ছে৷ এই বিষয়টি বিবেচনায় রেখে দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক