সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
৮ মে ২০২০সেই সময় ফরাসি ঐ সাবেক প্রেসিডেন্টের বয়স ছিল প্রায় ৯৩ বছর। ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।
৩৭ বছর বয়সি সাংবাদিক আন-কাটরিন স্ট্রাকে জার্মানির সরকারি প্রচারমাধ্য়ম ডাৱ্লিউডিআর-এ কাজ করেন। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, সাক্ষাৎকার নেয়ার পর তিনি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। ‘‘আমি তাঁর বা পাশে দাঁড়িয়েছিলাম। ছবি তোলার সময় তিনি তাঁর হাত আমার বা পাশের কোমরে রাখার পর আমার ব্য়াকসাইডে (নিতম্ব) সরিয়ে নেন, এবং তারপর সেটা সেখানেই ছিল,'' বলে জানান ঐ সাংবাদিক।
আন-কাটরিন স্ট্রাকে জানান, তাঁর প্রতিষ্ঠান ডাব্লিউডিআর-এর সমর্থন নিয়ে ১০ মার্চ তিনি প্য়ারিসে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর কৌঁসুলির কার্যালয় অভিযোগ দায়েরের বিষয়ে কোনো মন্তব্য় করেনি।
ডাব্লিউডিআর বুধবার জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখেছে এবং এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে গতবছর ভালেরি জিস্কার দিস্তাকে একটি চিঠিও পাঠিয়েছে।
আন-কাটরিন স্ট্রাকে জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে জানান, তিনি অনেকদিন ধরে ঘটনাটি প্রকাশ্য়ে নিয়ে আসার বিষয়ে ভেবেছেন। ঘটনাটি ‘খুবই মর্যাদা হানিকর' ছিল বলে মন্তব্য় করেন তিনি।
এদিকে, সাবেক প্রেসিডেন্টের আইনজীবী জ্য়-মার্ক ফেদিদা কয়েকটি সংবাদমাধ্য়মকে বলেছেন, তাঁর মক্কেলের ঐ সাক্ষাৎকার বা ঐ ঘটনার কথা মনে নেই। বার্তা সংস্থা এপিকে ফেদিদা ‘‘একটি অমর্যাদাকর ও অশোভন মিডিয়ার (আক্রমণ) বিরুদ্ধে'' আইনগত প্রতিশোধ নেয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, এপি)