সাকিব, লিটন, মুস্তাফিজুরদের ছেড়ে দিলো আইপিএল ক্লাব
২৭ নভেম্বর ২০২৩গতবার আইপিএল টিমে ছিলেন বাংলাদেশের তিনজন ক্রিকেটার। সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। সাকিব ও লিটন কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। দুজনকেই রিলিজ করে দিল টিম। সকিব অবশ্য গতবার কলকাতার হয়ে একটিও ম্যাচ খেলেননি। লিটন একটি ম্যাচ খেলেছিলেন। দুজকেই এবার ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। তবে তারা নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সেখানে কোনো ক্লাব তাদের কিনলে তারা আইপিএলে খেলতে পারবেন।
সকিব এবার আওয়ামী লীদের হয়ে জাতীয় নির্বাচনেও লড়ছেন।
প্রতিবারই কোন ক্রিকেটার কোন দলে গেলেন তা নিয়ে প্রচুর কৌতূহল থাকে ক্রিকেটভক্তদের কাছে। এবারও সেই উত্তেজনা শুরু হলো। কলকাতা লাকি ফার্গুসন, টিম সাউদি, জনসন চার্লস ও শার্দুল ঠাকুরকেও ছেড়ে দিয়েছে। তারা টিমে রেখে দিয়েছে শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, সূযশ শর্মা, বেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রহমতুল্লাহ গুরবাজ, জেসন রয়কে।
মুস্তাফিজুরকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে। এছাড়াও বাকি টিমগুলি যে বদেশি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে, তার মধ্যে আছেন, বেন স্টোকস, ক্রিস জর্ডন, জশ হেজ়লউড, ডেভিড উইলি, ওয়েন পার্নেল,দাসুন শনাকা, জোফ্রা আর্চার, রিলি রুসো, হ্যারি ব্রুক, আদিল রশিদ, জো রুট, জেসন হোল্ডার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন অম্বাতি রায়ডু, কেদার যাদব, মণীশ পাণ্ডে, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, উমেশ যাদব।
বেন স্টোকস জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএলে খেলবেন না। হার্দিক পান্ডিয়ার মুম্বই যাওয়া নিয়ে কথা চলছিল। কিন্তু শেষ সময়ে গুজরাট তাকে ছাড়েনি। মুম্বই এখনো তাকে নিতে পারে। তবে তার জন্য প্রায় সমমূল্যের এক প্লেয়ারকে গুজরাটকে দিতে হবে তাদের।
অস্ট্রেলিয়াকে আবার হারালো ভারত
দ্বিতীয়া টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারালো ভারত। পাঁচ ম্যাচের সিরিজে পরপর দুইটি ম্যাচ জিতলো ভারত।
একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর একেবারে তরুণ ক্রিকেটারদের নিয়ে ভারত দল গঠন করেছে। সেই তরুণ ব্রিগেড পরপর দুইটি খেলাতেই মনে রাখার মতো পারফরমেন্স করলো। রোববার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে বলে অস্ট্রেলিয়া। প্রথম তিন ব্যাটার যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিসান অর্ধশতরান করেছেন। রিঙ্কু সিং নয় বলে ৩১ রান করে অপরাজিত থেকেছেন। সূর্যকুমার ১০ বলে ১৯ রান করে আউট হন। ২০ ওভারে ২৩৫ রান করে ভারত।
টি-টোয়েন্টিতে ২৩৫ রান তাড়া করে জেতা খুবই কঠিন। অস্ট্রেলিয়াও পারেনি। তারা ১৯১ রানই তুলতে পেরেছে। এদিন ম্যাক্সওয়েলও খেলেছেন। তাতেও লাভ হয়নি।
ভারতীয় বোলারদের মধ্যে প্রসিধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই তিন উইকেট করে নেন।
জিএইচ/এসজি(আইপিএলটি২০ডটকম, স্টার স্পোর্টস)