সাউথ আফ্রিকায় বন্যায় মৃত ৪৪৩, গৃহহীন ৪০ হাজার
সাউথ আফ্রিকার পূর্ব উপকূলের প্রবল ঝড় ও বন্যায় এ পর্যন্ত ৪৪৩ জন প্রাণ হারিয়েছেন৷ ঘর হারিয়েছেন কম পক্ষে ৪০ হাজার মানুষ৷ দুর্গতদের সহায়তায় কাজ করছেন ১০ হাজার সেনাসদস্য৷ বিস্তারিত ছবিঘরে....
বিপর্যস্ত কোয়াজুলু-নাটাল
প্রথমে ঝড় আর তারপর প্রবল বৃষ্টি শুরু হলে ডারবান শহরসহ কোয়াজুলু-নাটাল প্রদেশের বড় একটা অংশের রাস্তাঘাট তলিয়ে যায়, ধ্বংস হয় অসংখ্য ঘর-বাড়ি৷ ঝড় ও বন্যায় অন্তত ৪৪৩ জন মারা যান এবং কমপক্ষে ৪০ হাজার মানুষ ঘর হারান৷
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের ক্ষতি
কোয়াজুলু-নাটালের ৫৫০টিরও বেশি স্কুল এবং ৬০টির মতো স্বাস্থ্যসেবা কেন্দ্রেরও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতি দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়৷
আর্থিক ক্ষতি এবং ক্ষতিপূরণ
কোয়াজুলু-নাটাল প্রদেশের অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমান, ঝড় ও বন্যায় ১০ বিলিয়ন র্যান্ড, অর্থাৎ কমপক্ষে ৬৮৪.৬ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে৷ সরকার ইতিমধ্যে জরুরি ত্রাণের জন্য এক বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে৷
ত্রাণকার্যে সেনাবাহিনী
ত্রাণ সহায়তা দিতে দুর্গত এলাকায় ইতিমধ্যে ১০ হাজার সেনা সদস্যকে পাঠানো হয়েছে৷ সেনা সদস্যদের মাঝে প্লাম্বার, ইলের্ট্রিশিয়ানও রয়েছেন৷ এখনো অনেক জায়গায় বিদ্যুৎ এবং পানযোগ্য পানি নেই৷ সেসব এলাকায় বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতেই দুর্গত এলাকায় সেনাবাহিনীর প্লাম্বার এবং ইলেক্ট্রিশিয়ানদেরও পাঠানো হয়েছে৷
প্রেসিডেন্টের সৌদি সফর
সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারি সফরে সৌদি আরব যাওয়ার কথা ছিল৷ কোয়াজুলু-নাটালে ভয়াবাহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সফর আপাতত পিছিয়ে দেয়া হয়েছে৷
এসিবি/ কেএম (রয়টার্স, এএফপি)