সাউথ আফ্রিকার সংসদের আগুন নিয়ন্ত্রণে
৩ জানুয়ারি ২০২২রোববার ভোরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কেপটাউনে সাউথ আফ্রিকার সংসদ ভবনের সবচেয়ে প্রাচীন অংশ৷ ১৮৮৪ নির্মিত সেই অংশের আগুন নেভাতে সেই থেকেই লড়ে যাচ্ছেন দমকল কর্মীরা৷ সোমবার দমকল কর্তৃপক্ষ জানায়, আগুনের শিখা প্রায় নিভে এসেছে, তবে আগুন পুরোপুরি নেভেনি৷ এখনো ধোঁয়া উড়ছে৷ দমকল কর্মীদের ধারণা, বাকি আগুনও শিগগিরই নেভানো যাবে৷
তবে কেপটউন শহরের নিরাপত্তা কর্মকর্তা জে.পি. স্মিথ জানিয়েছেন, আগুনের চিহ্ন পুরোপুরি মুছে সংসদ ভবনকে আবার অধিবেশনের উপযোগী করতে কয়েক মাস লাগতে পারে৷ তিনি বলেন, ‘‘আগুনে পুরো পার্লামেন্ট কমপ্লেক্সেরই ব্যাপক ক্ষতি হয়েছে৷ ভিতরে প্রচুর পানি জমে আছে৷ ধোঁয়ার কারণেও ভবনের অনেক ক্ষতি হয়েছে৷''
এদিকে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি আদৌ নিজে আগুন লাগিয়েছেন কিনা তা জানা যায়নি৷ জানা গেছে, ওই ব্যক্তি জানালা দিয়ে ভবনের ভিতরে প্রবেশ করেছিলেন৷ এ কারণে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে৷ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে৷
এসিবি/ কেএম (এএফপি, ডিপিএ)