সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক
২৮ জানুয়ারি ২০২২বৃহস্পতিবার দুপুরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিশিষ্ট সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার বয়স ৯০ পেরিয়েছে। গত কয়েকদিন খবরের শিরোনামে তিনি।
বুধবার ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তা নিয়ে বহু আলোচনা চলছিল। তারই মধ্যে বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা। গ্রিন করিডোর করে তাকে প্রথমে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, শিল্পীর হৃদযন্ত্রে সমস্যা আছে। ফুসফুসেও সংক্রমণ আছে। বিকেলে কোভিড রিপোর্টও পজিটিভ আসে। তারপরেই তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা করছে। শুক্রবার দুপুরে তারা জানিয়েছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ আছে। এখনো সংকট কাটেনি। তবে তিনি শারীরিকভাবে স্থিতিশীল।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন। তিনি তার আরোগ্য কামনা করেছেন।
এসজি/জিএইচ (আনন্দবাজার)