সন্ত্রাসের ভয় উপেক্ষা করে আবার কাশ্মীরে পর্যটকরা
পহেলগামের ঘটনার পর দলে দলে কাশ্মীর ছেড়েছিলেন পর্যটকরা। আবার তারা কাশ্মীর যাচ্ছেন। আবার বুকিং শুরু হয়েছে।
সোনমার্গে বাঙালি পর্যটক
কাশ্মীরের সোনমার্গে গিয়ে দেখা হলো আশিস পাল, প্রিয়াঙ্কা পালদের সঙ্গে। পহেলগামের ঘটনার পর তারা কাশ্মীর এসেছেন। এর আগেও তারা কাশ্মীর এসেছেন। তারা বললেন, ''কাশ্মীরের মানুষ খুব ভালো। অতিথিবৎসল। দুর্ঘটনা যে কোনো জায়গাতেই ঘটতে পারে। তাই আমরা ভয় পাচ্ছি না। এখনো পর্যন্ত আমাদের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।''
বিভিন্ন রাজ্যের পর্যটক
শুধু বাঙালি নয়, সোনমার্গে গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু থেকেও পর্যটকরা এসেছেন। সকলেই বলছেন, তারা কোনো সমস্যায় পড়েননি। তারা উপভোগ করছেন ভূস্বর্গকে।
প্রথমে বুকিং বাতিল হয়েছিল
পহেলগামে ২২ তারিখের ঘটনার পর সোনমার্গের হোটেলেও বহু বুকিং বাতিল হয়েছে। সোনমার্গও খৈালি হয়ে গেছিল। কিন্তু গত দুই তিন ধরে নতুন করে বুকিং হচ্ছে। পর্যটকরা আসতে শুরু করেছেন। ঘটনার পর খালি হয়ে যাওয়া সোনমার্গ তাই আবার প্রাণ ফিরে পেয়েছে ।
ঘোড়াচালক ও ব্যবসায়ীরা যা বলছেন
ঘোড়াচালক ও ব্যবসায়ীরা ভেবেছিলেন, অনেকদিনের জন্য তাদের রুটিরুজির পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু পর্যটকরা আবার আসতে শুরু করায়, তারাও আশাবাদী, পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে।
ট্যাক্সিচালকরা যাত্রী পাচ্ছেন
পহেলগাম যেমন পুরো খালি হয়ে গেছে। ট্যাক্সিচালক, হোটেল ব্যবসায়ী-সহ পর্যটকদের উপর নির্ভর করা মানুষদের মাথায় হাত। কিন্তু সোনমার্গে ট্যাক্সিচালকরা যাত্রী পাচ্ছেন। আগের মতো না হলেও পাচ্ছেন। তারা কিছুটা স্বস্তিতে।
ঘোড়া থেকে বাইক
ঘোড়াওয়ালারা যাত্রা পাচ্ছেন। ফলে তারাও খুশি। অনেকে বাইক ভাড়া করে ঘুরছেন। এমন একাধিক বাইক আরোহীকে দেখা যাচ্ছে সোনমার্গের রাস্তায়।
অসাধারণ সোনমার্গ
সোনমার্গের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। চারপাশে বরফের পাহাড়। এখান থেকে চলে গেছে কার্গিলের রাস্তা। এখান থেকে অমরনাথ যাত্রাও হয়। জোজিলা পাসও ঘুরে আসেন কিছু পর্যটক।
গুলমার্গ, খিলানমার্গেও পর্যটক
রোববার গুলমার্গেও পর্যটকদের দেখা গেছে। তবে শ্রীনগর এখনো ফাঁকা।
বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য
শ্রীনগর বিমানবন্দরের অধিকর্তা জাভেদ অঞ্জুম ডিডাব্লিউকে জানিয়েছেন, ২২ তারিখের পর শ্রীনগর বিমানবন্দরে পর্যটকদের আসা ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। তবে ২৭ এপ্রিল যাত্রীর সংখ্যা সামান্য বেড়েছে।