বিজ্ঞাপন
আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিতে অস্বাভাবিকত্ব কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা চিকিৎসা মনোবিদ ডা. প্রশান্তকুমার রায় ডিডাব্লিউকে বলেন, "মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রবণতা বেশি, তার কারণ এটা সহজলভ্য। এ ছাড়া জনসংখ্যা বেড়েছে। তাই আত্মহত্যার সংখ্যাও বেড়েছে। যারা তাৎক্ষণিক সিদ্ধান্তে আত্মঘাতী হতে মেট্রো স্টেশনে আসছেন, তাদের ক্ষেত্রে সতর্কতামূলক প্রচার কাজে আসতে পারে। মেট্রো স্টেশনে পোস্টার দেখে অনেকে সিদ্ধান্ত বদলাতে পারেন। এই পোস্টারে মৃত্যুর কথা সাধারণত লেখা হয় না। তবে স্পষ্টভাবে আত্মহত্যার কথা লেখা হলে বুঝতে সুবিধা হয়।"