পর্দায় অমিতাভ-ধর্মেন্দ্রর জুটি, গব্বরের ভয়ংকর চরিত্র আর "কিতনে আদমি থে" সংলাপ —এসব নিয়েই তো কাল্ট ক্লাসিক 'শোলে'! কিন্তু জানেন কি, শুরুতে এই ছবি একদম ফ্লপ হয়েছিল? প্রথম সপ্তাহে দর্শক না আসা, শেষ দৃশ্য বদলানো — পঞ্চাশ বছর পূর্তিতে কিংবদন্তি চিত্রনাট্যকার জাভেদ আখতার এক বিশেষ সাক্ষাৎকারে ডয়চে ভেলেকে জানালেন সেই অজানা সব কাহিনি।